মিতালি রাজ, ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক। গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। ছুঁয়ে ফেলছেন নানা মাইলফলক। এ যেমন গেলো বুধবার নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে দল হারলেও গড়েছেন অনন্য কীর্তি। নারীদের ওয়ানডেতে সবচে বেশি রানের রেকর্ড গড়ার পাশাপাশি প্রথম ব্যাটার হিসেবে ছুঁয়েছেন ৬ হাজার রানের মাইলফলক। এ মুহূর্তে তাকে নিয়ে সরব ভারতীয় মিডিয়াসহ বিশ্ব মিডিয়া। অথচ তাকেই কিনা চেনেন না ভারতীয় পুরষ ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। এর প্রমাণ পাওয়া গেছে মিতালির রেকর্ড গড়ার দিনই। অনন্য কীর্তি গড়ার পর তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। আর দশ জনের মতো অভিনন্দন জানিয়েছেন কোহলিও। আর এখানেই ঘটেছে যত বিপত্তি। অভিনন্দন জানাতে গিয়ে মিতালির জায়গায় ভুল করে ভারতীয় নারী দলের আরেক সদস্যের ছবি দিয়েছেন তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পুনম রাউতের ছবি পোস্ট করে কোহলি লিখেছেন, ভারতীয় ক্রিকেটের জন্য অসাধারণ এক মুহূর্ত। নারী ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন মিতালি রাজ। চ্যাম্পিয়ন স্টাফ! কোহলির এমন ভুলের পর চারদিকে ওঠে সমালোচনার ঢেউ। নানাজন নানাভাবে তার পোস্টে কমেন্ট করেন। ভারতীয় পুরুষ অধিনায়কের ভুল প্রথমে ধরিয়ে দেন সুসান্ত কাদারু নামের ব্যক্তি। মাস্টার ব্লাস্টারের পোস্টে তিনি কমেন্ট করেন, ছবির মেয়েটি আসলে পুনম রাউত, মিতালি নয়। ভারতের হারের দিন অসাধারণ সেঞ্চুরি তুলে নেন পুনম রাউত। পরে পোস্টটি কোহলির ফেসবুক পেজ থেকে সরিয়ে নেয়া হয়। এখন নিউইয়র্কে প্রেমিকা আনুষ্কা শর্মার সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sXdtMi
July 14, 2017 at 11:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top