বন্দরবাজারের ফুট ওভার ব্রিজটি দক্ষিণ সুরমায় স্থানান্তরের পরিকল্পনা।

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরের বন্দরবাজারের ফুট ওভার ব্রিজটি দক্ষিণ সুরমা হুমায়ুন রশিদ স্কয়ারে স্থানান্তর করার পরিকল্পনা চলছে। সিলেট সিটি কর্পোরেশন সূত্রে বুধবার এ তথ্য জানা গেছে । এ ব্যপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, এটা নিয়ে আমাদের চিন্তাভাবনা চলছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

সিলেট সিটি কর্পোরেশনের অধীন ১ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় সিলেটের প্রথম ফুটওভার ব্রিজ। ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর এই ব্রিজের উদ্বোধন করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তবে এ ব্যাপারে ভিন্ন কথা বলছেন সুশীল সমাজ। তারা দাবি করছেন পরিকল্পনাহীনভাবে তৈরী করা হয়েছে এই ফুটওভার ব্রিজটি। যার কারনে ব্রিজটি তৈরীর কারনে নগরবাসী এটার তেমন কোন সুফল ভোগ করতে পারেননি।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি ফারুক মাহমুদ বলেন, এটা অপরিকল্পিত একটা ফুটওভার ব্রিজ। এতো বড় একটা স্ট্রাকচার এখান থেকে সরিয়ে নিয়ে আবার অন্য জায়গায় স্থানান্তর করলে মনে হয় না তেমন একটা কাজ হবে। তবে এটা সরানোর পক্ষে নই আমরা।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2tgBrF5

July 05, 2017 at 07:23PM
05 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top