ঢাকা, ০২ জুলাই- ঢাকাই ছবিতে এক দশক ধরে শাকিব খান রাজত্ব করছেন। তবে শীর্ষ নায়কের আসনে বসেও নিজের উত্তরসূরি নায়কদের প্রশংসা করলেন শাকিব। দিলেন পথচলায় অনেক পরামর্শও। বিষয়টা বেশ চমক জাগানিয়া ও ইতিবাচক হয়ে এলো চলচ্চিত্রপ্রেমীদের জন্য। আজ রোববার (২ জুলাই) বিকেলে একটি বেসরকারি চ্যানেলে ঘণ্টাব্যাপী সাক্ষাৎকার দেন শাকিব খান। সেখানেই তিনি বাপ্পী, সাইমন, আরিফিন শুভ, ইমন ও নিরবের কাজের প্রশংসা করেন। সাক্ষাৎকারে নতুন নায়কদের মধ্যে কারা ভালো কাজ করছে এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, আরিফিন শুভ খুব ভালো কাজ করছে। বাপ্পীও অনেক ভালো কিছু ছবি করছে। ওর অনেক সম্ভানা রয়েছে। ইমন, নিরবও পরিশ্রম করে যাচ্ছে। তিনি বলেন, সাইমনও বেশ ভালো কাজ করে। ওর কিছু ভালো ছবি আছে। এরা সবাই ভালো করছে। অন্যরাও যার যার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে। একদিন তারা আমার চেয়েও বেশি জনপ্রিয় হতেই পারে। সেজন্য পরিশ্রম করে যেতে হবে। এই নায়কদের কাউকে নিজের প্রতিপক্ষ ভাবেন কি না এই প্রশ্নের জবাবে শাকিব বলেন, কাজের জায়গায় সবাই সবার প্রতিপক্ষ। তবে সেটা হতে হয় সুন্দর, পরিপাটি। আজকাল সেই জায়গাটি আর ঠিক থাকছে না। কিছু বাজে বিষয় উঠে আসছে। শাকিব একপর্যায়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানেরও প্রশংসা করেন। তিনি বলেন, জায়েদও অনেকদিন ধরে চেষ্টা করছে। এরপর বুবলীর প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে শাকিব বলেন, আসলে বুবলীর সঙ্গে আমাকে নিয়ে যেসব গুঞ্জন ছড়িয়েছে, এটা অপু ম্যাডামের জন্যই হয়েছে। তবে এটুকু বলতে চাই, বুবলীর মতো আরও অনেক নায়িকা আমাদের ইন্ডাস্ট্রিতে আসুক।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uza079
July 03, 2017 at 05:10AM
02 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top