আলুওয়ালিয়াকে নিয়ে সরব হরকাও

শিলিগুড়ি, ২২ জুলাইঃ ‘হয় কাজ করুন, নতুবা সাংসদ পদ থেকে ইস্তফা দিন।’ দার্জিলিং এর সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার ভূমিকা নিয়ে শনিবার এই মন্তব্য করেন জন আন্দোলন পার্টির সভাপতি ডঃ হরকাবাহাদুর ছেত্রী। এদিন শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, পাহাড় ইশ্যুতে রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রের ভূমিকাও অত্যন্ত হতাশাজনক। তবে গোর্খাল্যান্ড মুভমেন্ট কোঅর্ডিনেশন কমিটি (জিএমসিসি) তৈরি হওয়ার পরেও মোর্চা যেভাবে একা একা দিল্লিতে যাচ্ছে, যুব মোর্চা আমরণ অনশনে বসছে সেটা ঠিক হচ্ছে না। এভাবে চললে সর্বদলের প্রয়োজন কোথায়? এদিন হরকাবাহাদুর আরও বলেন, পাহাড়ের মানুষ পুরানো নেতাদের হয়তো আর পছন্দ করছেন না। তাই আন্দোলনের জন্য নতুন মুখ খুঁজছে। পাহাড়ে হিংসায় মাওবাদী, চিনা মদতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব মিথ্যা অভিযোগ। পাহাড়ে আন্দোলনকারীরা কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি। ইট, পাথর ছোড়া হয়েছে। চীন, নেপাল কী ইট, পাথর সরবরাহ করছে?’

পাহাড়ে অশান্তি অবশ্য এখনো অব্যাহত। আজ ভোর ৩টা  নাগাদ কালিম্পং জেলার অন্তর্গত জলঢাকা থানার অধীন রঙ্গ আউট পোস্টে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। অভিযোগের তির মোর্চার দিকে। অভিযোগ অস্বীকার করেছে মোর্চা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tygLKx

July 22, 2017 at 04:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top