কুয়েতে ইরানি সংস্কৃতি কেন্দ্র বন্ধ, কূটনীতিকদের বহিষ্কার

Captureএশিয়া ::ইরানি সংস্কৃতি কেন্দ্র বন্ধ করে দিচ্ছে কুয়েত। এছাড়া দেশটি থেকে সংশ্লিষ্ট ইরানি কূটনীতিকদের চলে যেতে বলেছে। কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুনা বৃহস্পতিবার এখবর প্রকাশ করেছে।
কুনা জানায়, একটি সন্ত্রাসী সেলের সাথে ইরান ও হিজবুল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
এই সিদ্ধান্তের বিষয়টি কুয়েতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে জানানো হয়েছে বলে কুনা জানিয়েছে।
গত মাসে কুয়েতের সুপ্রিম কোর্ট ওই সন্ত্রাসী সেলের নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরো কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়।
কুয়েতের ভারপ্রাপ্ত তথ্যমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল সাবাহ জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করেছে কুয়েত। তিনি বিস্তারিত কিছু জানাননি।
কুয়েতের এই পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যের সঙ্কট আরো ঘনীভূত হলো। সৌদি আরব, বাহরাইন, মিসর এবং সংযুক্ত আরব আমিরাত এর আগে কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। তারা কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনেছিল। কাতার এসব অভিযোগ ভিত্তিহীন বলে অভিহিত করেছিল। কুয়েত ওই দেশগুলোর সাথে কাতারের সম্পর্ক উন্নয়নে মধ্যস্ততা করছিল।
সূত্র : আল জাজিরা



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2uMB47a

July 20, 2017 at 08:55PM
20 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top