সুরমা টাইমস ডেস্ক:;
‘নিখোঁজ’ থাকার কয়েকঘন্টার মধ্যে যশোরের অভয়নগর থেকে কবি-প্রাবন্ধিক হিসেবে পরিচিত ডানপন্থী আলোচিত তাত্ত্বিক ফরহাদ মজহারকে উদ্ধার করেছে র্যাব।
সোমবার ভোরে পরিচিত একজনের ফোনে ঢাকার শ্যামলীর রিং রোডের বাসা থেকে বের হওয়ার পরপরই অপহৃত হন বলে তার স্বজনরা পুলিশকে জানান। মজহার নিজেই ফোন করে তার অপহরণের খবর পরিবারকে দেন। এমনকি ৩৫ লাখ টাকা মুক্তিপনের খবরও আসে স্বজনদের কাছে।
এরপরই আইন-শৃঙ্খলা বাহিনী মজহারের মোবাইল ট্রাকিং করে অবস্থান জানার চেষ্টা করে। রাতে বিভাগীয় শহর খুলনার নিউ মার্কেটের সামনের রেস্তোরাঁ ‘নিউ গ্রীল হাউস’র মালিক আব্দুল মান্নান মজহারকে তার রেস্তোরায় দেখার কথা জানান।
সেখানে র্যাব অভিযান চালিয়ে তাকে পায়নি। এর ঘন্টা দুয়েক পরই অভয়নগর থেকে উদ্ধার করা হলো নানান সময়ে আলোচনায় থাকা এই রাজনৈতিক বিশ্লেষককে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2tlXecH
July 04, 2017 at 07:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.