মুম্বাই, ৩০ জুলাই- শিবাজি ছবিতে অভিনয়ের জন্য প্রায় ২৬ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন রজনীকান্ত। ভারতীয় সিনেমার মেগাস্টার তিনি। আর সেই তাঁকে ভিখারি ভাবলেন এক মহিলা। হাতে তুলে দিলেন ১০টাকা। নিজেই মজার এই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অভিনেতা। ২০০৭ সাল। রিলিজ় করে শিবাজি। সুপার-ডুপার হিট হয় ছবিটি। সেকারণে মন্দিরে যাবেন বলে ঠিক করেন রজনীকান্ত। কিন্তু, ফ্যানদের নজর বাঁচিয়ে যাওয়া সহজ ছিল না। পরিকল্পনা করেন নিরাপত্তারক্ষীরা। তাঁরা অভিনেতাকে বুড়ো সাজিয়ে মন্দিরে নিয়ে যান। যখন মন্দিরের সিঁড়ি বেয়ে উঠছিলেন তখন সঙ্গে এক মহিলাও ভগবানের দর্শন করতে যাচ্ছিলেন। বুড়োর বেশে থাকা রজনীকান্তকে গরিব ভেবে বসেন মহিলা। হাতে তুলে দেন ১০ টাকা। টাকাটি হাত বাড়িয়ে নেন রজনীকান্ত। মহিলা নিজের ভুল বুঝতে পারেন একটু পরে। দেখেন, প্রণাম করে কাছে থাকা সবটাকা ভগবানের কাছে দিয়ে দিলেন অজ্ঞাতপরিচয় লোকটি। এবার রজনীকান্তকে চিনতে পারেন সেই মহিলা। ক্ষমা চেয়ে নেন তিনি। ১৯৭৫ সালে তামিল ছবিতে ডেবিউ করেন রজনীকান্ত। মাত্র ১৫ মিনিটের রোল দেওয়া হয়েছিল তাঁকে। তখন কেউ বুঝতে পারেনি, ২৫ বছর বয়সের এই ছেলেটি একদিন সুপারস্টার হবে। এখন টু পয়েন্ট জ়িরো ছবির প্রোমোশনে ব্যস্ত তামিল রজনীকান্ত। আর/১৭:১৪/৩০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tUke63
July 30, 2017 at 11:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top