ইসলামাবাদ, ০৪ জুলাই- চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ের পর দীর্ঘ মেয়াদে ক্রিকেটারদের নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জাতীয় দলের জন্য ব্যাকআপ ক্রিকেটার তৈরি করতে এখন থেকেই মাঠে নামছে পিসিবি। এখন পাকিস্তানের নজর ১৯৯২ সালের মতো আবারও বিশ্বকাপ জয়। তাই ছোটখাট কোনো পরিকল্পনা নিতে চায় না পিসিবি। অনেক ব্যাক-আপ শক্তিনিয়ে এখনই ঘর গুছিয়ে নিচ্ছে তারা। এরই মধ্যে ২৭ ক্রিকেটারকে নিয়ে গঠন করা হয়েছে জাতীয় হাই পারফরম্যান্স (এইচপি) ক্রিকেট ক্যাম্প। প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে ১০ সপ্তাহের ক্যাম্প আয়োজন করেছে পিসিবি। সোমবার থেকে এ ক্যাম্প শুরু হয়েছে। জাতীয় ক্রিকেট একাডেমির কোচদের পাশাপাশি জাতীয় দলের কোচদেরও এ ক্যাম্পে অন্তর্ভূক্ত করেছে পিসিবি। ব্যাট-বলের অনুশীলন শুরু হবে আগামীকাল বুধবার থেকে। চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর ২০১৯ এর ওয়ানডে বিশ্বকাপে নজর রেখে দল গঠন করছে পিসিবি। কোচ হিসেবে দলটির সঙ্গে থাকবেন মিকি আর্থার। ফিটনেসের কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ পড়া উমর আকমালকে এইচপি স্কোয়াডে রাখা হয়েছে। এছাড়া আছেন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে সেঞ্চুরি করা ফখর জামানও। এইচপি স্কোয়াড : ওপেনার: সামি আসলাম, ফখর জামান, ইমাম-উল-হক, সাহিবজাদা ফরহান। মিডল অর্ডার ব্যাটসম্যান: উমার আমিন, হারিস হোসেন, উসমান সালাউদ্দিন, আসিফ জাকির, উমর আকমাল। পেসার: উসমান শিনওয়ারি, সামিন গুল, মোহাম্মদ ইরফান, মির হামজা, রুম্মান রইস। স্পিনার: মোহাম্মদ আসহর, শাদাব খান, বিলাল আসিফ, মোহাম্মদ ইরফান, উসামা মির। পেস অলরাউন্ডার: আমির ইয়ামিন, ফাহিম আশরাফ, আমাদ বাট, হোসেন তালাত। স্পিন অলরাউন্ডার: মোহাম্মদ নাওয়াজ. সালমান। উইকেট-রক্ষক: মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হাসান।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sAZ6kH
July 04, 2017 at 04:28PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন