সড়ক দুর্ঘটনার প্রতিবাদে নর্থইষ্ট মেডিকেল কলেজের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: নর্থইষ্ট মেডিকেল কলেজের শিক্ষিকা তাহমিনা সুলতানা সোমা এবং বিডিএস ২য় বর্ষের শিক্ষার্থী সাফিয়া জান্নাহ মারিয়াম সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়ার প্রতিবাদে ও গাড়ি চালককের বিচার এবং নিরাপদ সড়ক নিশ্চিতের দাবীতে কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে সিলেট মহাসড়কের চন্ডিপুলস্থ আব্দুস সামাদ চত্বর এলাকায় অনুষ্ঠিত হয়।

নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের এমডি প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নর্থইষ্ট মেডিকেল কলেজের নেফলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. নাজমুল ইসলাম, প্রফেসর ডা. হামিদা খাতুন, ডা. গুলজার আহমদ, ডা. তাহের, ডা. মহিউসসুন্নাহ, ডা. আরাফাত, ডা. কানিজ মাওলা, ডা. রেহনমা কুমকুম, ডা. বাধন, ডা. রাব্বি, ডা. আহমদ, ডা. মুমিনা, ডা. আলিম আল রাজি, ডা. নাবিলা প্রমুখ।

এছাড়াও মানববন্ধনে নর্থইষ্ট মেডিকেল কলেজের চিকিৎসক, নার্সসহ কলেজের কয়েক হাজার শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট-ঢাকা মহাসড়কে গাড়ির চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। নিরাপদ সড়ক চাই এই শ্লোগানকে সামনে রেখে চালকদের সড়ক আইন মেনে চলতে হবে। দক্ষ চালক দিয়ে গাড়ি চালানোর জন্য মালিক কর্তৃপক্ষের প্রতি বক্তারা আহবান জানান।

গত ২৭ জুলাই সিলেট-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কলেজের শিক্ষিকা তাহমিনা সুলতানা সোমা এবং শিক্ষার্থী সাফিয়া জান্নাহ মারিয়াম গুরুতর আহত হয়। বক্তারা দুর্ঘটনায় জড়িত চালককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2v0PHU1

July 27, 2017 at 06:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top