প্যারিস, ২২ জুলাই- পাচঁদিনের সরকারি সফরে ফ্রান্স আসছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তার এই সফরকে ঘিরে ফ্রান্সে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। সফরকালে মন্ত্রী বাংলাদেশী বৌদ্ধদের প্রতিষ্ঠিত কুশালায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদানের কথা রয়েছে। এছাড়াও চট্টগ্রাম প্রবাসীদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় অংশ নেবেন তিনি। এদিকে বাংলাদেশ-ফ্রান্স চেম্বার অব কর্মাসের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী মানিক মো. বাবলু জানান, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাত বারের নির্বাচিত সংসদ সদস্য ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা ইঞ্জিয়ার মোশাররফ হোসেনেকে বৃহত্তর চট্টগ্রামবাসীর উদ্যোগে এক গণসংবর্ধনা দেওয়া হবে।এতে ফ্রান্সস্থ চট্টগ্রামের অধিবাসী ছাড়াও প্রবাসীরা মাননীয় মন্ত্রীকে সম্মান জানাবেন। প্রবাসী সাংবাদিক দেবেশ বড়ুয়া বলেন, মাননীয় মন্ত্রী মহোদয়ের আগমনে ফ্রান্সে বাস করা চট্টগ্রামবাসীদের মধ্যে এক প্রকার উৎসবের আমেজ বিরাজ করছে। আশা করি সবগুলো অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হবে। এদিকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে রোববার বৃহত্তর চট্টগ্রামবাসীদের উদ্যোগে নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য গত শুক্রবার স্থানীয় সময় বিকাল চারটায় প্যারিসের লা পোর্সে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, মফিজুর রহমান, বাবলু মানিক, তাপস বড়ুয়া রিপন, মোজাম্মেল হক, সেলিম উদ্দিন, মনতোষ বড়ুয়া, আমির খান, দেবেশ বড়ুয়া প্রমুখ। এসময় তারা ফ্রান্সে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসী সহ সকল প্রবাসীদের বিশেষ আমন্ত্রণ জানান এবং সব ধরনের সহযোগীতা করার অনুরোধ করেন। এআর/১৯:৩০/২২ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uLhTcU
July 23, 2017 at 01:30AM
22 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top