ঢাকা, ১৪ জুলাই- ঠিক কি কারণে তামিম ইকবাল ইংল্যান্ড ছেড়ে পরিবারকে নিয়ে দেশে ফিরেছেন, তা এখনও অজানা। কারণ, তামিমই এখনো গণমাধ্যম কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিছু জানাননি। বিশ্ব ক্রিকেটে হইচই ফেলে দেওয়া বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, দিয়েছেন ক্রিকেটারদের জন্য বেশ কিছু পরামর্শ। ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টে এসেক্সের হয়ে খেলতে গত শনিবার (৮ জুলাই) ইংল্যান্ডে যান তামিম। চুক্তি হয়েছিল আট ম্যাচের। নিজের প্রথম ম্যাচে কেন্টের বিপক্ষে মাত্র ৭ রান করেন। ওই একটি ম্যাচ খেলেই এবারের আসরকে বিদায় বলে দিয়েছেন! তামিমের দেশে ফেরা নিয়েও নাটকীয়তা দেখা দেয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয় নিরাপত্তাহীনতায় দেশে ফিরছেন তিনি। তবে লল্ডনে হেইট ক্রাইমের শিকার হয়েছেন এমন খবর উড়িয়ে দিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই দেশে ফিরে আসছেন তিনি, নিজের অফিসিয়াল ফেসবুক পাতায় বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ওপেনার। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তামিম লেখেন, সমর্থক ও শুভাকাঙ্খীদের জানাতে চাই যে ব্যক্তিগত কারণে এসেক্সের সঙ্গে আমার মৌসুম সংক্ষিপ্ত করে দেশে ফিরছি। কিছু সংবাদমাধ্যম রিপোর্ট করেছে আমাদের টার্গেট করে হেইট ক্রাইমের চেষ্টা করা হয়েছে। এটি আসলে সত্য নয়। তামিম বিষয়টি এখনো খুলে বলেননি। নাজমুল হাসান জানিয়েছেন, আমরা কোনো ঘটনা প্রকাশ করতে না চাইলে, স্বাভাবিকভাবেই বলে থাকি ব্যক্তিগত কারণ। তামিমও এটাকে ব্যক্তিগত বলে শেষ করতে চাচ্ছে। সে চায় না এটা নিয়ে বড় কোনো ইস্যু দাঁড় হোক। আমরাও তার সিদ্ধান্তের প্রতি যথাযথ সম্মান দেখাচ্ছি। তবে সে যদি এটা নিয়ে আমাদের কাছে কখনো অভিযোগ করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এটা নিয়ে হুলুস্থুল বাধাবে, কোনো সন্দেহ নেই। এর আগে কাউন্টি ক্লাব এসেক্সও তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায়, ব্যক্তিগত কারণে দেশে ফিরে যাবেন তামিম। তার সিদ্ধান্তকে সম্মান জানানোর অনুরোধ করা হচ্ছে। কিন্তু অনেক সংবাদমাধ্যম প্রকাশ করে, গত সোমবার (১০ জুলাই) রাতে নাকি তামিমের পরিবারকে অ্যাসিড ছুঁড়ে মারার চেষ্টা হয়েছে। মহিলাদের মাথায় হিজাব থাকায় আক্রমণের শঙ্কা বাড়ছে সেখানে। এমন ঘটনার জেরে নাজমুল হাসান ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন, এ ধরনের ঘটনা যদি ঘটে থাকে, তাহলে রিপোর্ট করা, থানায় যাওয়াটা গুরুত্বপূর্ণ। তামিমের ঘটনা তার কাছে কিংবা আমাদের কাছে মনে হতে পারে সিরিয়াস না। কিন্তু, আমাদের প্রত্যেক খেলোয়াড়কে অবশ্যই নিরাপত্তা দিতে হবে। বাংলাদেশের সব খেলোয়াড়কে বলছি, সঙ্গে সঙ্গে আমাদের যেন জানানো হয়। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আর/১০:১৪/১৪ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vlaTAB
July 15, 2017 at 04:28AM
14 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top