মুম্বাই, ০২ জুলাই- দেশ কাঁপিয়ে বিদেশের মাটিতে শক্ত অবস্থান গড়ে নিয়েছেন তিনি। কিন্তু তিনিও অন্য পরিবারের মতো সাধারণ একটি মেয়ে ছিলেন ছোটবেলায়। সেই ছবি পোস্ট করেছেন সম্প্রতি। চিনতে পারছেন কি, কে এই ছবির মেয়েটি? ১২ বছর বয়সে তোলা ছবিটি। বেঙ্গালুরুর বাড়ির একটা ঘরে সাত বছরের বোনের সঙ্গে থাকা হতো তার। রুম শেয়ার করতে করতে বোনই হয়ে উঠেছিল তার প্রিয় বন্ধু। ঘরের দেওয়াল থেকে তাকিয়ে হাসতেন মেয়েটির পছন্দের অভিনেতা-অভিনেত্রী। মেয়েটিও পরে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেয়। সেই মেয়েটি সম্প্রতি তার পুরনো ঘরের ছবি শেয়ার করেছে। দেখে বলুন তো, সেদিনের কিশোরী আজকের কোন তারকা! তিনি দীপিকা পাড়ুকোন। বোন আনিশার সঙ্গে তার ছোট বয়সের ছবি ওয়েব দুনিয়ায় শেয়ার করেছেন নায়িকা। দীপিকা, আনিশা দুজনেরই পছন্দের অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। সে সময় তাদের ঘরে ছিল ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত টাইটানিক ছবির পোস্টার। কিশোরি দীপিকার ছবি আপাতত সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার বিষয়। প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ছবিটি। এ মুহূর্তে বলিউড ও হলিউডের সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন দীপিকা। সামনেই রণবীর সিং ও শহীদ কাপুরের সঙ্গে পদ্মাবতী সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া হলিউডে ভিন ডিজেলের বিপরীতে ট্রিপল এক্স- ফোরয়েও দেখা যাবে তাকে। বলিউডে ইরফান খানের বিপরীতে বিশাল ভারদ্বাজের পরবর্তী ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দীপিকা। এ আর/১৯:২৫/০২ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tAdPM3
July 03, 2017 at 01:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top