শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২ জন আটক

চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাজনগর হাঙ্গামীপাড়া এলাকা থেকে সোমবার সকালে ২টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলো, উপজেলার চামপুর এলাকার এরফান আলীর ছেলে আনারুল ইসলাম (৩০) ও তারাপুর এলাকার আব্দুল হকের ছেলে সাইরন আলী (২৬)।
র‌্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাজনগর হাঙ্গামীপাড়া এলাকায় কতিপয় অবৈধ অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেনের নেতৃত্বে রাজশাহী মোল্লাপাড়া র‌্যাব ক্যাম্পের একটি দল সোমবার সকাল ৯ টার দিকে সেখানে অভিযান চালায়। এসময় ২টি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিনসহ ২ অস্ত্র ব্যাবসায়ীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন থেকে অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জগিত থাকার কথা স্বীকার করেছে। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-০৭-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2vlCAgw

July 31, 2017 at 04:53PM
31 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top