তুফানগঞ্জ, ৯ জুলাইঃ ২১ জুলাই শহিদ দিবস ও আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রবিবার এক সম্মেলনের আয়োজন করল তৃণমূল-কংগ্রেসের তুফানগঞ্জ ব্লক কমিটি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রসের জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, জেলা সহ সভাপতি জলিল আহমেদ, কোচবিহার জেলার সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়া, তুফানগঞ্জের বিধায়ক ফজল করিম মিয়াঁ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
এদিন সম্মেলন থেকে তীব্র ভাষায় আক্রমণ করা হয় বিরোধী দলগুলিকে। সম্মেলনে তৃণমূল নেতাদের পক্ষ থেকে স্পষ্টতই জানানো হয়, ধর্মীয় সুড়সুড়ি না দিয়ে উন্নয়নে শামিল হওয়ার কথা।
পাহাড় ও বাদুরিয়ার ঘটনায় বিরোধীকে এক হাতে নেন তৃণমূল-কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। বলেন, ‘রাজ্যে দুটি জায়গাতেই অশান্তি চলছে বিরোধী দলের নেতাদের প্ররোচনায়। আমরা শান্তি চাই।’ রাজ্যে শান্তি প্রতিস্থাপনে নানান কর্মসূচী গ্রহণ করা হবে বলে জানান তিনি। পাশাপাশি, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলিও তুলে ধরেন উন্নয়নমন্ত্রী।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2t1ywwx
July 09, 2017 at 04:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন