টি-টোয়েন্টির ধুম ধারাক্কার যুগে টেস্ট ক্রিকেটে পরিবর্তন আনার কথা বলছেন অনেক সাবেক ক্রিকেটারই। এবার রমিজ রাজাও যোগ দিলেন তাতে। তিনি টেস্ট ক্রিকেট নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির কাছে নতুন এক দাবি পেশ করলেন। আইসিসির কাছে তার জোরালো দাবি, ৫ দিনের ক্রিকেটের জন্য ২ মাসের উইন্ডো চালু কর হোক। ১৯৯২ সালে ইমরান খানের সেই বিশ্বজয়ী পাকিস্তান দলের তারকা ওপেনার টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎকে সুরক্ষিত করার বিষয়ে মঙ্গলবার অনুষ্ঠিত আইসিসির সভায় এই প্রস্তাব রাখেন। সাবেক পাকিস্তানি ক্রিকেটারের মতে, এই ২ মাস শুধুমাত্র টেস্ট ক্রিকেটের জন্য বরাদ্দ থাকুক। পাশাপাশিই তিনি টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ মসৃণ করে তুলতে ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আরও উদ্যোগী হওয়ার অনুরোধও জানান। রামিজের বক্তব্য, টেস্ট ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়নশিপ চালু করতে চলেছে আইসিসি। চমৎকার উদ্যোগ। তবে আমার মনে হয় একটা উইন্ডো চালু করলে তা বেশ ফলপ্রসূ হবে। ২ মাসের এই সময়টায় টি-টোয়েন্টি বা ওয়ান ডে ক্রিকেটে খেলবে না কোনো দেশ। শুধুই ৫ দিনের টেস্টে অংশ নেবে দলগুলো। তার আরও দাবি, ক্রিকেটের দুই বড় শক্তি বিসিসিআই এবং পিসিবিও ব্যাপারটা নিয়ে এবার সিরিয়াসলি ভাবুক। এমনিতেই এশীয় দেশগুলোতে সাম্প্রতিককালে টেস্ট ক্রিকেটের আসর সাধারণ ক্রিকেট অনুরাগীদের কাছে সেভাবে ঢেউ তুলছে না। ব্যাপারটা কিন্তু বেশ চিন্তার। এআর/১৯:৩০/০৫ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tLLtyv
July 06, 2017 at 01:28AM
05 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top