মানিক সান্যাল প্রয়াত

জলপাইগুড়ি, ২৮ জুলাইঃ সিপিএমের প্রথম সারির নেতা, প্রাক্তন সাংসদ মানিক সান্যাল মারা গেলেন। টানা ২২ বছর তিনি পার্টির জলপাইগুড়ি জেলার সম্পাদকের দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ মানিকবাবু কলকাতার আর এন টেগোর হাসপাতালে ভরতি ছিলেন। সেখানেই বৃহস্পতিবার রাত দুটো নাগাদ তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
ছাত্র আন্দোলন দিয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু। ভারত-চীন যুদ্ধ এবং খাদ্য আন্দোলনের সময় তিনি কারাবরণ করেন। ডুয়ার্সের চা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। আটের দশকে পরপর দু-বার জলপাইগুড়ি থেকে সাংসদ নির্বাচিত হন। শনিবার দুপুর দুটো নাগাদ তাঁর মরদেহ কলকাতা থেকে জলপাইগুড়িতে আনা হবে। দলীয় জেলা কার্যালয় তাঁর দেহ আনা হেব। সেখানে সাধারণ মানুষ তাঁকে শ্রদ্ধা জানাবেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2v4qTtZ

July 28, 2017 at 09:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top