কলকাতা, ১২ জুলাই- চলতি সপ্তাহেই বিক্রমের সমর্থনে গলা খুলেছিলেন তিনি। সেকারণেই নতুন অভিযোগ তাঁর বিরুদ্ধে। এতদিন দুপক্ষের তরজা চলছিল ভার্চুয়াল দুনিয়ায়। ভয়েস ফর বিক্রম বনাম জাস্টিস ফর সোনিকা। এবার সরাসরি ব্যক্তিগত আক্রমণের পথে হাঁটলেন সোনিকার ঘনিষ্ঠ বন্ধু মডেল টিনা মুখোপাধ্যায়। সম্প্রতি টিনা ফেসবুকে একটা পোস্ট লিখেছেন। সেখানে কারও নামের উল্লেখ না থাকলেও পোস্টটা যে বিক্রমের বন্ধু অঙ্কুশকে উদ্দেশ্য করেই লেখা, তা বুঝতে সময় লাগার কথা নয়। টিনা কী লিখেছেন ওই পোস্টে? মডেল লিখেছেন, ...আমার ওকে নির্বোধ ছাড়া অন্য কিছু মনে হতো না। ও যে আদতে ঠিক কে, সে সম্পর্কেও খুব একটা ভাল ধারণা আমার ছিল না। সত্যি বলতে কী, জানার ব্যাপারে খুব একটা আগ্রহও দেখাইনি। পরে বুঝেছিলাম, ও একজন অভিনেতা। বাণিজ্যিক ছবির নায়কও বটে...। পোস্টের লেখা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে টিনার ইঙ্গিত অঙ্কুশের দিকেই। ২৯ এপ্রিল দুর্ঘটনার পর থেকে বিক্রম চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন অঙ্কুশ। বিক্রম যতদিন আদালতে দোষী প্রমাণিত না হচ্ছেন, ততদিন তিনি অভিনেতার পাশেই থাকবেন একথা ওবেলাকেও জানিয়েছিলেন তিনি। অঙ্কুশকে নির্বোধ বলার পাশাপাশি অঙ্কুশকে টিনার পরামর্শ যার পরপর ছবি ফ্লপ করছে, অন্যদিকে মন না দিয়ে তার উচিত কেরিয়ারে আরও বেশি মনোযোগ দেওয়া। যদিও এই প্রসঙ্গে টিনার সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি কোনও মন্তব্য করতে চাননি। অঙ্কুশকে একহাত নিলেন টিনা। যদিও এই ব্যাপারে টিনার পাশেই দাঁড়াচ্ছেন তাঁর বন্ধুরা। অঙ্কুশের বিরুদ্ধে তাঁদের অভিযোগ, অভিনেতা নিজেকে নিউট্রাল দাবি করলেও তিনি বারবার বিক্রমের হয়েই কথা বলছেন। সেই কারণেই নাকি ব্যক্তিগত আক্রমণের পথ বেছে নিয়েছেন টিনা। নাম প্রকাশে অনিচ্ছুক সোনিকার এক বন্ধুর কথায়, বিক্রমের ইমেজ খারাপ হয়ে যাচ্ছে, সেটা নিয়ে উনি (অঙ্কুশ) বেশি চিন্তিত। যে পরিবার তাঁদের মেয়েকে হারিয়েছে, তাদের কষ্টটা ওঁর কোনও ব্যাপারই নয়। অঙ্কুশও তো ব্যক্তিগতভাবে অনেককেই আক্রমণ করেছেন। এই প্রসঙ্গে অঙ্কুশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পুরো বিষয়টা শুনে ফোন রেখে কেটে দেন। মিনিট কয়েক পরেই ফের ফোন আসে অঙ্কুশের। তিনি বলেন, কে এই টিনা মুখোপাধ্যায়? আমি চিনি না। ফেসবুকে পোস্টটা খুঁজে বার করে পড়লাম। পোস্টটা আমাকে উদ্দেশ্য করেই লেখা, এমনটা কিন্তু আমার মনে হয়নি। আর যদি আমাকে উদ্দেশ্য করেই লেখা হয় তাহলে এটাই বলব, জিরো ট্যালেন্ট নিয়ে যদি আমি এই জায়গায় পৌঁছতে পারি, তাহলে যে কারও পক্ষেই এটা করা সম্ভব। বিক্রমের পাশে দাঁড়িয়েছেন বলে তিনি সোনিকার বিপক্ষে এমনটা কেউ ভেবে নিলে তিনি ভুল করছেন, মত অঙ্কুশের। আর/১৭:১৪/১২ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sPvVX9
July 13, 2017 at 12:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top