নয়া দিল্লী, ০৩ জুলাই- অনিল কুম্বলে সরে দাঁড়ানোর পর থেকেই নতুন কোচের সন্ধানে রয়েছে ভারত। ইতোমধ্যে কোচের আবেদনের সময়সীমা আরও বাড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এই সময়ে আবেদন করা কোচদের তালিকায় উঠে এসেছে সাবেক ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্সের নাম! এই পদের জন্য আবেদন করেছেন সাবেক এই ক্যারিবীয় কোচ। ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে দায়িত্বে থাকার সময় সাফল্য ছিল সিমন্সের। গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতাতে ভূমিকা ছিল এই কোচের। যদিও এরপর তার সঙ্গে চুক্তি রাখেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সিমন্স ছাড়াও আবেদন করেছেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ। এছাড়া আরও রয়েছেন টম মুডি, রিচার্ড পাইবাস, দোদা গানেষ, লালচাঁদ রাজপুত ও রবি শাস্ত্রী। অনিল কুম্বলে থাকলে হয়তো স্বনিয়ন্ত্রিত ভাবেই কোচ হিসেবে পছন্দের তালিকায় থাকতেন। কিন্তু অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বনিবনা না হওয়ায় নিজ থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন কুম্বলে। যা নিয়ে সমালোচনা হয়েছে অনেক। এদিকে রবি শাস্ত্রী এই তালিকায় থাকাতে তার হওয়ার সম্ভাবনাই রয়েছে! কারণ কোহলির সঙ্গে আগেই টিম ডিরেক্টর থাকার সময়ে মানিয়ে নিয়েছিলেন শাস্ত্রী! আর/১৭:১৪/০৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2siDzZL
July 04, 2017 at 12:16AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top