কলকাতা, ০৮ জুলাই- সীমান্তের ওপার থেকে অশান্তিতে মদত দেওয়া হয়েছে। আর এতে কেন্দ্রের হাত রয়েছে। নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাদুড়িয়া ইস্যুতে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ওই এলাকার অশান্তিতে বাংলাদেশ থেকে আসা লোকজনের মদত রয়েছে বলে খবর পেয়েছেন তিনি। আর সেইসব অনুপ্রবেশকারীদের সঙ্গে কেন্দ্র তথা বিজেপির সম্পর্ক খুব ভালো বলেও এদিন অভিযোগ করেন তিনি। এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত হবে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। শনিবার সাংবাদিক বৈঠকে দার্জিলিং থেকে বাদুড়িয়া, সব অশান্তিতে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলা একটি স্পর্শকাতর জায়গা। এরাজ্যের সঙ্গে বাংলাদেশ, ভুটান আর নেপালের বর্ডার রয়েছে, সিকিমের সঙ্গে চিনের বর্ডার রয়েছে। এখানে পরিকল্পিতভাবে অশান্তি তৈরির চক্রান্ত করা হচ্ছে। এই ঘটনা পূর্ব-পরিকল্পিত বলেই উল্লেখ করেন তিনি। তাঁর মতে, অস্ত্রশস্ত্র নিয়ে অশান্তির প্ররোচনা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও বসিরহাট-বাদুড়িয়ার মানুষ সেই প্ররোচনায় পা দেননি বলে ধন্যবাদ জানান মমতা। মিডিয়ার বিরুদ্ধেও এদিন সরব হন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কোনও এক সংবাদমাধ্যমে বসিরহাটের বলে আদতে বাংলাদেশের কুমিল্লার ভিডিও ফুটেজ প্রচার করা হচ্ছে। ফেসবুকে ভোজপুরী সিনেমার দৃশ্য নিয়ে ভুল প্রচার হচ্ছে বলেও জানান তিনি। তিনি জানান, বিচারবিভাগীয় তদন্তে দেখা হবে কারা রয়েছে এর পিছনে। আইন আইনের পথে চলবে বলেও উল্লেখ করেন তিনি। বসিরহাট অঞ্চলে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় আরএসএসের বিরুদ্ধে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। আরএসএসের দুর্গবাহিনী নিয়েও এদিন কটাক্ষ করেন তিনি। মহিলাদের কিভাবে বন্দুক শেখানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। শুধুমাত্র বাদুড়িয়াই নয়, এদিন দার্জিলিং নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, একমাস হয়ে গেলেও দার্জিলিং শান্ত করা সম্ভব হয়নি। আর তার জন্য কেন্দ্রকেই দায়ী করেন তিনি। তাঁর দাবি, কেন্দ্রের কাছে সিআরপিএফ চাওয়া সত্ত্বেও তা দেওয়া হয়নি। এছাড়া যে সাত বাহিনী পাঠানো হয়েছে তার মধ্যে দুটি মহিলা বাহিনী ও তিনটি এসএসবি বলে জানান তিনি। পাহাড়ের জনজীবন এখনও স্বাভাবিক হয়নি। এখনও স্কুল-কলেজ বন্ধ। মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রের উদ্দেশে বলেন, ছেলেমেয়েদের পড়াশোনা করতে দিন। পাহাড়ে খাবার পাঠান। মোর্চা চাইলে ১০-১২ দিনের মধ্যে তিনি বৈঠকে বসবেন বলেও জানান। পাহাড়ের দলগুলিকে শান্তির পথে ফিরে আসার বার্তা দেন তিনি। এআর/২১:৫৫/০৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tU4TS9
July 09, 2017 at 03:55AM
08 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top