নয়াদিল্লী, ০১ জুলাই - আইপিএলের মরশুম মানেই ভারতে ক্রিকেট উৎসব। যে শহরেই ম্যাচের আয়োজন হয়, সেখানকার স্টেডিয়ামই ভরে যায় কানায়-কানায়। কিন্তু GST এবার থাবা বসাতে চলেছে ক্রিকেটের ময়দানেও। মহার্ঘ হতে চলেছে আইপিএলের টিকেট। কেন্দ্র সরকার যখন বারবার জানাচ্ছে, গোটা দেশে এক কর ব্যবস্থা লাগু হলে লাভবান হবে আম আদমি, তখন জিএসটি কোনওভাবেই ক্রিকেট প্রেমীদের মুখে হাসি ফোটাতে পারছে না। কারণ গ্যালারিতে বসে খেলা দেখতে হলে দর্শকদের এবার থেকে অনেক বেশি গ্যাঁটের কড়ি খরচ হবে। শুক্রবার মধ্যরাত থেকেই সারা দেশে লাগু হবে জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। আর তা চালু হয়ে গেলেই খেলার টিকেটের দাম বেড়ে যাবে। জানা গিয়েছে, আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগের টিকিটের উপর ২৮ শতাংশ কর বসবে। তবে ২৫০ টাকা বা তার কম টিকিট মূল্যের উপর জিএসটি লাগু হবে না। তবে দেশের অন্যান্য স্পোর্টস বডি, যেমন বিসিসিআই বা হকি ফেডারেশনের আয়োজিত টুর্নামেন্টের টিকিটের ক্ষেত্রে খানিকটা শিথিল হয়েছে সরকার। প্রথমে ঠিক হয়েছিল যে কোনও ম্যাচের টিকিটের উপরই ২৮ শতাংশ কর ধার্য করা হবে। তবে বৃহস্পতিবার একটি বৈঠকের পর শেষমেশ তা কমে। ঠিক হয়, ১ জুলাইয়ের পর থেকে এ দেশের স্পোর্টস বডিরা কোনও টুর্নামেন্টের আয়োজন করলে সেই টিকেটের দামের উপর ১৮ শতাংশ কর বসবে। অর্থাৎ শেষ পর্যন্ত বৈঠকে সিদ্ধান্ত না বদলালে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ দেখতেও ২৮ শতাংশ কর দিতে হত। ২৫০ টাকার মধ্যে টিকিটের উপর কর বসছে না ঠিকই। কিন্তু গ্যালারিতে সেই দামের অল্প কিছু আসনই থাকে। অর্থাৎ হিসেব করে দেখতে গেলে বেশিরভাগ টিকেটের উপরই লাগু হচ্ছে জিএসটি। টিকিট মূল্য বৃদ্ধি হওয়ায় সমস্যায় পড়ছে রাজ্য ক্রিকেট সংস্থাগুলিও। আগে অনেক ক্ষেত্রেই ভারতীয় দলের খেলা থাকলে কর পরিষেবায় ছাড় দিত সরকার। যেমন কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনকে যেখানে আইপিএলের সময় ১০ শতাংশ বিনোদন কর দিতে হত, সেখানে ভারতের ম্যাচ আয়োজনের জন্য করে ছাড় দেওয়া হত। কিন্তু এবার থেকে তা আর হচ্ছে না। কর্নাটক সংস্থার এক আধিকারিক জানাচ্ছেন, দর্শকরা মাঠে আসে ভারতকে সমর্থন জানাতে। জিএসটির জন্য সেই উত্তেজনায় বড়সড় ধাক্কা লাগতে চলেছে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2utIwji
July 01, 2017 at 05:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top