তাবেলা সিজার হত্যা মামলা চলবে।

সুরমা টাইমস ডেস্ক::রাজধানীর গুলশানে ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ শওকত হোসেন ও বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন করেছিলেন আসামি এম এ মতিন।
তবে আবেদন খারিজ হওয়ায় মামলা চলতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মামুনুর রশীদ।
আদালতে আসামি মতিনের পক্ষে শুনানিতে ছিলেন, আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকন। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মামুনুর রশীদ।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তাবেলা সিজার।
এ ঘটনায় করা মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ২৮ জুন ডিবি পরিদর্শক গোলাম রাব্বানী বিএনপি নেতা কাইয়ুম কমিশনারসহ সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। ২৫ অক্টোবর ওই সাত আসামির বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করেন আদালত।
মামলার অপর আসামিরা হলেন- কাইয়ুম কমিশনারের ভাই এমএ মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগনে রাসেল, শাখাওয়াত হোসেন ওরফে শরিফ ও মো. সোহেল ওরফে ভাঙ্গারী সোহেল।
এ মামলায় আসামি তামজিদ, রাসেল চৌধুরী, মিনহাজুল ও শাখাওয়াত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামি আবদুল মতিনসহ স্বীকারোক্তি দানকারী আসামিরা বর্তমানে কারাগারে রয়েছেন। বাকি দুই আসামি কাইয়ুম কমিশনার ও সোহেল পলাতক রয়েছেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2tNg4ws

July 04, 2017 at 10:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top