দেশের লোকসংস্কৃতি সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে প্রায় সাড়ে ১৩ হাজার লোক গানের ডিভিডি প্রকাশ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। লোকসংস্কৃতি সংরক্ষণ কার্যক্রম ২০১৬ প্রকল্পের আওতায় শনিবার সকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে লোক গানের ডিভিডির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় সাড়ে ১৩ হাজার গানের মধ্যে রংপুর অঞ্চলের ৮ জেলার ৫ হাজার ২০০টি, ময়মনসিংহ অঞ্চলের ৬টি জেলার ১ হাজার ৫০০টি, সুনামগঞ্জ অঞ্চলের এক জেলার ৩ হাজার ৭৫০টি, ঝিনাইদহ অঞ্চলের একটি জেলার ১ হাজার ৮টি, ফরিদপুর অঞ্চলের ৫টি জেলার এক হাজার ১০ ও লালন সাঁইজির এক হাজার ১০টি গান রয়েছে। এর মধ্যে লালনের ৬৫৩টি গান বাউল উৎসব থেকে সংগ্রহ করা হয়েছে। অঞ্চলগুলোকে বিশেষ নামে নামকরণ করা হয়েছে। এর মধ্যে রংপুর অঞ্চলকে উত্তরের গীতিসূধা, ময়মনসিংহ অঞ্চলকে হাওড় জঙ্গলার গান, সুনামগঞ্জ অঞ্চলকে জল জোসনার গান, ঝিনাইদহ অঞ্চলকে লোকানন্দিত লোকগান এবং ফরিদপুর অঞ্চলকে গাঁও গেরামের সুর নাম দেওয়া হয়েছে। ডিভিডি প্রকাশনা অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পশ্চিমবঙ্গের লেখক গবেষক ড. শক্তিনাথ ঝা। বিপুল সংখ্যক লোক গানের সংকলন তৈরি করায় শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ জানিয়ে শামসুজ্জামান খান বলেন, আমাদের লোক সংস্কৃতি অনেক সমৃদ্ধ। যা আমাদের ইতিহাস ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করেছে। আমাদের লোক সংস্কৃতিকে নিয়ে ভবিষ্যতে আরো গবেষণা ও চর্চার দরকার; যেন ভবিষ্যত প্রজন্ম এ সম্পর্কে আরো বেশি জানতে পারে। ড. শক্তিনাথ ঝা বলেন, পশ্চিমবঙ্গের লোক সংস্কৃতি থেকে বাংলাদেশের লোক সংস্কৃতি অনেক বেশি সমৃদ্ধ। যদিও দুই বাংলার ভাষা, সংস্কৃতি প্রায় সমান। বাংলাদেশ অঞ্চলে লোক সংস্কৃতি সমৃদ্ধ হওয়ার কারণ হলো; এই অঞ্চলে এটির বহুল চর্চা রয়েছে। লোকসঙ্গীত শিল্পী কিরণ চন্দ্র রায় বলেন, লোক সংস্কৃতি দুই ধরণের। একটি তাত্ত্বিক ও অপরটি আত্মিক। তাত্ত্বিক হলো তত্ত্ব নিয়ে গবেষণা করা। আর আত্মিক হলো আত্মস্থ করে রস সাগরে নিজেকে ডুবিয়ে দেওয়া। আমার মনে হয়, এই দুটোকে কাজে লাগানো গেলে লোক সংস্কৃতি অনেক রসালো হবে। আর/১৭:১৪/১৫ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tW1Eaq
July 15, 2017 at 11:54PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন