ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে শাবি তে শিক্ষকের রুম ভাঙচুর ।

নিজস্ব প্রতিনিধি: ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) এক শিক্ষকের রুম ভাঙচুর করেছে শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির নেতাকর্মীরা। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিংয়ের নিচ তলার ১০০৯ নম্বর কক্ষের জানালা ও শিক্ষকের নেম প্লেট ভাঙচুর করে। এ সময় ওই শিক্ষক সহকারী অধ্যাপক মঞ্জুরুল হায়দার সুমন রুমে ছিলেন না।

যোগাযোগ করা হলে সহকারী অধ্যাপক মঞ্জুরুল হায়দার সুমন বলেন, “গত শনিবার বিকালে আমার ফেসবুক ওয়ালে একটা স্ট্যাটাস দেই। সে স্ট্যাটাসটি কারও উদ্দেশ্য করে দেওয়া হয়নি। আগামী আগস্ট মাসেই আমার ও আমার স্ত্রীর জন্মদিন এবং জার্নালে একটা আর্টিকেল প্রকাশের কথা রয়েছে। সেই ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করতেই একটা স্ট্যাটাস দেওয়া হয়।”

ফেসবুক স্ট্যাটাসে লেখা ছিল- “দিন গুনছি… আসছে আমার আনন্দের আগস্ট।” এ লেখাটি দেখার পর গতকাল রাতেই ফেসবুকে ওই শিক্ষকের বিরুদ্ধে শাবির স্থগিত কমিটির নেতারা সমালোচনা ঝড় তুলে। এর পরিপ্রেক্ষিতে তারা সোমবার একাডেমিক ভবনে ঢুকে রুম ভাঙচুর করে।

তবে লেখাটি বির্তক সৃষ্টি করছে বলে অভিযুক্ত শিক্ষকের সহকর্মী জানালে পরবর্তীতে স্ট্যাটাসটি ডিলিট করে দেন বলে শিক্ষক মঞ্জুরুল হায়দার সুমন জানান।

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ও শাবি স্থগিত কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ আখন্দ বলেন, “জাতির পিতাকে নিয়ে তার ধৃষ্টতা বাংলাদেশ ছাত্রলীগ কোনভাবেই মেনে নেবে না। আমরা প্রশাসনকে জানিয়েছি। তারা যথাযথ ব্যবস্থা না নিলে আমরা নিজেরাই তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবো।”



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2uqSs0k

July 17, 2017 at 06:20PM
17 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top