কালচিনি, ৩ জুলাইঃ বুনো হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হল কালচিনির রাজাভাত চা বাগানের কয়েকটি শ্রমিক আবাসন। সোমবার রাত ১টা নাগাদ ওই বাগান সংলগ্ন রাজাভাতখাওয়া জঙ্গল থেকে একদল হাতি বাগানে ঢুকে হামলা চালায় বলে জানিয়েছেন স্থানীয়রা। হাতির দল ওই বাগানের শ্রমিক আনন্দ মুন্ডার পাকা বাড়ির দেওয়াল ভেঙে গুঁড়িয়ে দেয়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আনন্দ মুন্ডার স্ত্রী আশ্রিতা মুন্ডা। এরপর তাঁকে বাগানের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এদিকে হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাগানের শ্রমিক রঞ্জিত মুন্ডা, কর্মা তিরকি ও পুরান তিরকির আবাসন। তাঁদের ঘরে মজুত বেশকিছু খাদ্যসামগ্রী খেয়ে ফেলে। প্রায় ঘণ্টা খানেক বাদে বাগান ছেড়ে চলে যায় ওই বুনো হাতির দলটি। মঙ্গলবার সকালে ঘটনাস্থল পর্যবেক্ষণ করতে আসেন বনকর্মীরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sBBix0
July 04, 2017 at 03:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন