ঢাকা, ২৫ জুলাই- প্রথম সিনেমায় মাত করেছেন রিয়াজুল মওলা রিজু। তার নির্মিত ও প্রযোজিত বাপজানের বায়স্কোপ শ্রেষ্ঠ সিনেমাসহ জিতে নিয়েছে ৮ বিভাগে ৯টি জাতীয় পুরস্কার। রিজু পান শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জমকালো অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ গ্রহণ করেন বাপজানের বাপস্কোপ-এর কলা-কুশলীরা। পুরস্কার গ্রহণের জন্য রিজু বারবার মঞ্চে উঠছিলেন। তাতে রসিকতা করে প্রধানমন্ত্রী বলেন, এই বাচ্চা ছেলে, তুমি একাই তো সব পুরস্কার নিয়ে গেলে! এ নিয়ে রিজু বলেন, সর্বোচ্চ সন্মান জাতীয় স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ পরিচালক হিসেবে। এ জয় আমার একার নয়, এ জয় সমগ্র বাংলার সকল স্বপ্নবাজ তরুণদের। তিনি আরো বলেন, তিনটি পুরস্কার একা পেয়ে দায়িত্ব অনেক হয়ে গেল। আপনাদের দোয়াই এগিয়ে নিয়ে যাবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫-তে ২৫টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। আজীবন সম্মাননা পেয়েছেন নায়িকা শাবানা ও গায়িকা ফেরদৌসী রহমান।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2v2Bw17
July 25, 2017 at 09:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top