গোপন মিশনে মার্কিন বিমানবাহী রণতরী ইসরাইলে

Captureইউরোপ ::

এক গোপন মিশনে ইসরা্ইলের হাইফা বন্দরের কাছে নোঙ্গর করেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ডব্লিউ বুশ। ১৭ বছরের মধ্যে এই প্রথম কোো মার্কিন বিমানবাহী রণতরী ইসরাইলের উপকূলে ভিড়ল। কিন্তু হঠাৎ কেন নোঙ্গর করল তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তবে গোপন কোনো মিশনেই মার্কিন নৌবাহিনীর সবথেকে আধুনিক এই বিমানবাহী যুদ্ধজাহাজ ইসরাইলে ভিড়েছে বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকরা।

ইসরাইলের উত্তরাঞ্চলীয় বন্দর হাইফা বন্দর থেকে মাত্র চার মাইল দূরে নোঙ্গর করেছে এটি। আকারে অনেক বড় হওয়ায় ৩৩৩ মিটার দীর্ঘ রণতরী হাইফায় সরাসরি নোঙ্গর করতে পারবে না। চার দিন হাইফাতে অবস্থানের পর আবার এটি তৎপরতা চালাতে চলে যাবে। তবে মার্কিন স্বাধীনতা দিবস ৪ জুলাই এর ক্রুরা ইসরাইল সফর করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী অ্যাভগাডোর লিবারমেন সোমবার এই রণতরি পরিদর্শন করবেন। থাকবেন হাইফার মেয়রও।

সিরিয়া এবং ইরাকে আইএস সংগঠনের বিরুদ্ধে অভিযানে মার্কিন জোটের বিমান হামলায় তৎপর রয়েছে এটি। এতে পাঁচ থেকে ছয় হাজার ক্রু এবং ৯০টি যুদ্ধবিমান থাকতে পারে। ইউএসএস জর্জ ডব্লিউ বুশ প্রধানত পারস্য উপসাগর এলাকায় তৎপরতা চালায়। রণতরীতে দু’টি পরমাণু চুল্লি থাকায় জ্বালানি না নিয়ে টানা ২০ বছর কাটিয়ে দিতে পারবে এটি।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2seZjG5

July 02, 2017 at 11:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top