মালদা, ২৭ জুলাইঃ পঞ্চায়েত নির্বাচনের আগে রাহুল গান্ধির দেখানো পথ ধরেই প্রতিটি জেলায় সাংগঠনিক নির্বাচন করতে চলেছে কংগ্রেস। বৃহস্পতিবার মালদায় এসে এমনই তথ্য জানালেন এআইসিসি-র প্রতিনিধি এসএল শর্মা। দল তাঁকে মালদা জেলার রিটার্নিং অফিসার তথা পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করেছে। এদিন তিনি ইংরেজবাজার কংগ্রেস কমিটির নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেন।
অন্যদিকে, কংগ্রেস নেতৃত্বের দাবি, গত বুধবার মালদা শহরের নূর মেনশনে জেলার প্রতিটি ব্লকের সভাপতিদের নিয়ে একটি বৈঠক করেন। সেখানে পর্যবেক্ষক জানিয়ে দেন, ২০০৭ সালে রাহুল গান্ধি ঠিক যেভাবে বুথস্তর থেকে জেলাস্তর পর্যন্ত কর্মীদের ভোটাভুটির মাধ্যমে যুব কংগ্রেসের কমিটি গঠন করেছিলেন, ঠিক সেই ভাবেই এবার এআইসিসি কংগ্রেস কমিটি গঠন করবে জেলায় জেলায়।
এদিন পর্যবেক্ষক এসএল শর্মা বলেন, ‘এআইসিসি-র নির্দেশ মতো মালদা জেলায় বুথস্তর থেকে সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। শীঘ্রই জেলার ব্লকগুলিতে রিটার্নিং অফিসার নিয়োগ করা হবে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uFDl0N
July 27, 2017 at 09:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন