মুম্বাই, ২১ জুলাই- সেমিফাইনাল খেলতে নামার আগে বলে দিয়েছিলেন, নিজেকে প্রমাণ করতে চান। ঠিক যেমন বলা তেমন কাজ। সামনে যখন বিশ্ব চ্যাম্পিয়নরা তখন যেন জেদটা আরও বেশিই ছিল। ছয় বারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে মহিল ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছল ভারত৷ বৃহস্পতিবার ডার্বিতে অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়ে রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেতাবের লড়াইয়ে নামবে মিতালি অ্যান্ড কোং৷ ১৯৮৩-তে কপিল দেবের ভারতের পর ফের লর্ডসে বিশ্বকাপ ফাইনাল খেলতে নামবে ভারত৷ রবিবার ক্রিকেট মক্কায় ইংল্যান্ডকে হারাতে পারলে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পাবে ভারতের প্রমীলাবাহিনী৷ মনপ্রীত কাউরের দুরন্ত সেঞ্চুরিতে ফাইনালে ওঠার লড়াই অস্ট্রেলিয়াকে বড় রানের টার্গেট দেয় ভারত৷ বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে ৪২ ওভারের ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে ২৮২ রানের টার্গেট দেয় মিতালি অ্যান্ড কোং৷ ১৭১ রানের রাজকীয় ইনিংস খেলেন পঞ্জাব তনয়া৷ ওয়ান ডে ক্রিকেটে পঞ্চম মহিলা হিসেবে ক্যারি দ্য ব্যাট-এর নজির গড়েন হরমনপ্রীত৷ একই সঙ্গে বিশ্বকাপের নক-আউট পর্বে সর্বোচ্চ রানের মালিকন হন তিনি৷ ম্যাচের সেরা রেকর্ড সেঞ্চুরিকারী পঞ্জাব তনয়া৷ এর আগে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ওয়ান ডে-তে ক্যারি দ্য ব্যাট হিসেবে নজির গড়েন পূর্ণিমা রাও। কিন্তু মহিলাদের হরমনপ্রীতই প্রথম যিনি ওপেন করতে নেমে সেঞ্চুরি করে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন৷ ১১৫ বলে ২০টি বাউন্ডারি ও সাত ছক্কায় ১৭১ রানের ঝকঝকে ইনিংস খেলেন হরমনপ্রীত৷ভারতীয় ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর অধিনায়িকা মিতালি রাজের ৩৬৷ এদিন বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত ভারতের৷ বৃষ্টির জন্য এদিন নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি৷ তিন ঘণ্টা পর খেলা শুরু হয়৷ ম্যাচ হয় ৪২ ওভারের৷ দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রান করেন হরমনপ্রীত৷ বিশ্বকাপে যা চতুর্থ সর্বোচ্চ রান। আগেই মহিলা বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে উঠেছে আয়োজক ইংল্যান্ড৷ প্রথম সেমিফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারায় তারা৷ আর ছয় বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই রবিবার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেতাবের লড়াইয় নামবে ভারত৷১১ বারের টুর্নামেন্টে একবারই মাত্র ফাইনালে ওঠে উইমেন ইন ব্লু৷২০০৫-এ সেঞ্চুরিয়ানে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারে ভারত৷১২ বছর পর ফের ফাইনালে ভারতের মেয়েরা৷
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tl6cq0
July 21, 2017 at 04:54PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন