আদিবাসী মহিলা শ্লীলতাহানিতে ধৃত অন্যতম  অভিযুক্ত

রায়গঞ্জ, ১৬ জুলাইঃ চার আদিবাসী মহিলা ধর্ষণ ও শ্লীলতাহানি কাণ্ডে অন্যতম অভিযুক্ত যুবকে গ্ৰেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবক রায়গঞ্জ শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার সকাল দশটা নাগাদ অভিযুক্ত ওই যুবকের বাড়ি থেকে তাকে গ্ৰেফতার করে পুলিশ। এদিন রায়গঞ্জ থানা জিএসপি (সদর) প্রসাদ প্রধান ও অতিরিক্ত পুলিশ সুপারের ম্যারাথন জেরায় ওই যুবক তার অপরাধ শিকার করে। জানায়, চলতি মাসেরই ৯ তারিখে দুই আদিবাসী যুবতী সহ মোট চারজনকে শ্লীলতাহানি ও ধর্ষণ কাণ্ডে যুক্ত ছিল সে। এদিন বেলা ২টো নাগাদ রায়গঞ্জ জেলা আদালতে ওই যুবককে তোলা হলে বিচারপতি তাকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই নিয়ে আদিবাসী মহিলা ধর্ষণকাণ্ডে ধৃত এই যুবকে নিয়ে মোট চারজন অভিযুক্তকে গ্ৰেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2v67ztV

July 16, 2017 at 08:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top