মুম্বাই, ১০ জুলাই- জালিয়াতির দায়ে ২ বছরের জেলহাজতের সাজা পেলেন সালমান খানের ছবি বজরঙ্গী ভাইজান-এ পার্শ্বচরিত্রে অভিনয় করা অভিনেত্রী অলকা কৌশল। অভিযোগ, অবতার সিংহ নামে এক পরিচিতর থেকে ৫০ লক্ষ টাকা ধার নিয়েছিলেন অলকা ও তাঁর মা। টাকা ফেরত দিতে কৌশল দুটি ২টি ২৫ লক্ষের চেক দেন। কিন্তু, চেকগুলি ব্যাংক ড্রপ করে। এরপরই, অভিনেত্রীর বিরুদ্ধে আর্থিক তছরুপ ও চুরির মামলা দায়ের করা হয়। সেখানে অলকা ও তাঁর মায়ের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়। দুজনকে ২ বছরের জেলের রায় দেন বিচারক। প্রসঙ্গত, কৌশল হলেন থিয়েটার অভিনেতা বিশ্বমোহন বাদোলার কন্যা। বজরঙ্গী ভাইজান ছাড়াও তিনি একাধিক হিন্দি সিরিয়ালে কাজ করেছেন। যার মধ্যে কুমকুম-এক প্যারা সা বন্ধন, কুবুল হ্যায়রয়েছে। আর/১৭:১৪/১০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uI3o78
July 11, 2017 at 12:02AM
10 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top