রায়গঞ্জ, ১৮ জুলাইঃ বিজেপি নেত্রী তথা রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলীর পথ আটকালো পুলিশ। ভাঙিয়াডাঙ্গি যাওয়ার পথে শিলিগুড়ি মোড়ে তাঁর পথ আটকানো হয় বলে অভিযোগ। গন্ডগোলের আশঙ্কাতেই নাকি পথ আটকানো হয়েছিল বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বিজেপির কর্মী সমর্থকেদর সঙ্গে ধস্তাধস্তিও হয় পুলিশকর্মীদের।
তৃণমূল-বিজেপি সংঘর্ষে চোপড়ায় মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে এবং রায়গঞ্জে নির্যাতিতা আদিবাসী ৪ মহিলার সঙ্গে দেখা করতে আজ উত্তর দিনাজপুর জেলা সফরে আসেন নেত্রী।
এরপর প্রথমে চোপড়ায় দলীয় সংঘর্ষে মৃত বিজেপি কর্মী অরেন সিংহের বাড়িতে যান তিনি। কথা বলেন পরিজনদের সঙ্গে। তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন রূপা। এরপর সড়ক পথে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেন তিনি। কথা রয়েছে করণদিঘী ও ইটাহারে পুর বাসস্ট্যান্ডে নির্যাতিতা চার মহিলার সঙ্গে রূপা গাঙ্গুলীর দেখা করার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tlRh2E
July 18, 2017 at 05:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন