দূর্গাপুরের উপ-নির্বাচনে কামাল হোসেন সদস্য নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক ● জেলার আদর্শ সদর উপজেলার ৩নং দক্ষিণ দূর্গাপুর মডেল ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য পদে অনুষ্ঠিত উপ-নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী কামাল হোসেন (মোরগ) ৪৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে অপর দুই প্রার্থীর মধ্যে জামায়াত সমর্থিত শরীফুল ইসলাম (ফুটবল) ৪২৩ ভোট ও বিএনপি সমর্থিত মাকসুদ আলম (আপেল) ৩৭১ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিকে নির্বাচন চলাকালে বড় ধরণের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে দুপুরের দিকে কেন্দ্রের অদূরে ১০/১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই এলাকার ভোটারদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরীফুল ইসলাম ও মাকসুদ আলম সাংবাদিকদের জানান, বিজয়ী প্রার্থীর লোকজন জাল ভোট প্রদান করেছে। তাঁর কর্মীদের হুমকি ধমকির কারণে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পথে পথে বাধার সম্মুখিন হয়েছে। এতে তাদের অনেক ভোটার ভোট কেন্দ্রে যেতে পারেননি।

উল্লেখ্য, ওই ওয়ার্ডের নির্বাচিত সদস্য আবদুল মান্নান সন্ত্রাসীদের হাতে নিহত হলে এ পদটি শূন্য হয়। বৃহস্পতিবার এ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

The post দূর্গাপুরের উপ-নির্বাচনে কামাল হোসেন সদস্য নির্বাচিত appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2uVGJEF

July 13, 2017 at 09:05PM
13 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top