সুরমা টাইমস ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ বলেছেন, দেশের গণতন্ত্র বানচালের ষড়যন্ত্র করতে খালেদা জিয়া লন্ডনে গিয়েছেন । সেখানে হাওয়া ভবন লুটকারী তার পুত্র তারেক জিয়ার সাথে কিভাবে দেশের গণতন্ত্রকে ধ্বংস করা যায় শলা-পরামর্শে লিপ্ত রয়েছে। দেশের সুশৃঙ্খল গণতন্ত্র নসাৎ করতে ষড়যন্ত্রে বেগম খালেদা প্রধানের ভূমিকায় রয়েছেন ।
শনিবার বিকেলে জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, শেখ হাসিনা যখন ক্ষমতায় গিয়ে বঙ্গবন্ধুর হত্যার বিচার ও জেল হত্যার বিচার এবং দেশ মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন এবং দেশ থেকে জঙ্গিবাদ নির্মূলে পথে রয়েছে। এই সময় খালেদা জিয়া বঙ্গবন্ধুর আদর্শকে ও স্বাধীনতা নষ্ট করে পুনরায় পাকিস্তান বানাতে চান। মহান মুক্তিযুদ্ধের বিরোধী রাজাকার, আল বদর, শামস ও ১৯৭৫ খন্দকার মুস্তাকের প্রেত্মাত্বারা এদেওর সাথে যোগ দিয়ে দেশে গণতন্ত্র নষ্টের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশকে উন্নতীকরণের বদলে দেশকে নিম্নগামীতে নিয়ে যাওয়ার গভীর ষড়যন্ত্র চলছে।
শ্রমিক লীগের নেতাকর্মীদের সর্তক করে তিনি বলেন, অনুপ্রবেশকারী রোধে সজাগ ও কার্যকরি প্রদক্ষেপ নিতে হবে। অতীতে যেমন আমরা যেমন আন্দোলন করে রাষ্ট্রক্ষমতায় এসে মানুষের অধিকার আদায় করছি তেমনি আগামীতে তাদের অধিকার রক্ষা করতে নৌকা মার্কাকে বিজয়ী করে শেখ হাসিনা প্রধানমন্ত্রী করার আহবান জানান।
জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা ও মহানগর শাখার সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহীর সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জাতীয় শ্রমিক লীগের কার্র্যকরি কমিটির সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ূন কবির, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, জাতীয় শ্রমীক লীগ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী প্রমুখ।
মহানগর শ্রমিক লীগের সদস্য সচিব জাকারিয়া টিপুর সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ মহানগর সহ-সভাপতি আব্দুল খালিক, শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, সাবেক কাউন্সিলর সালেহ আহমদ সেলিম, আব্দুল আলীম তুষার, মহানগর যুবলীগের সভাপতি আলম খাঁন মুক্তি, মকবুল হোসেন ভূইয়া, আজাদুর রহমান আজাদ, প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ছমছু মিয়া, শাহরিয়ার কবির সেলিম, নাজমুল আল রুমেল, সিলেট মহানগর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জগদিশ দাশ, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন মিত্র, নূরুল ইসলাম টটুল, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াস, কেন্দ্রীয় ছাত্রলীগের শাহ আলম, মহানগর ফজলুল আনোয়ার, ফরহাদ খাঁন।
অনুষ্ঠানের শুরুতে শ্রমিক লীগ নেতা গিয়াস উদ্দিন ও অপূর্র্ব দেব’র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করার মধ্য দিয়ে স্বাগত বক্তব্য ও প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্য রাখেন প্রকৌশলী এজাজুল হক এজাজ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2gTbvuU
July 23, 2017 at 01:42AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন