বুয়েন্স আয়ার্স, ০৮ জুলাই- সদ্যই ব্যাপক ধুমধাম ও আয়োজন করে শৈশবের বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোকে বিয়ে করেছেন লিওনেল মেসি। এ মুহূর্তে প্রেমিকা কাম স্ত্রীকে নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্চে হানিমুনে আছেন তিনি। তাদের সঙ্গে আছে দুছেলে থিয়াগো ও মাতেও। সেখান থেকে না ফিরতেই বিশাল অঙ্কের অর্থে পাঁচবারের ফিফা বর্ষসেরার সঙ্গে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। শোনা যাচ্ছে, এখন বিশ্বের সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড় মেসি। এবার আরো একটি সুসংবাদ পেলেন ভিনগ্রহের ফুটবলার। কর ফাঁকির মামলায় তাকে আর জেল খাটতে হচ্ছে না। জরিমানা গুনেই পার পাচ্ছেন। এ মর্মে শুক্রবার বার্সেলোনা আদালত খুদে জাদুকরকে ২১ মাসের স্থগিত জেল আদেশ থেকে মুক্তি দিয়েছে। ২০০৭-০৯ সাল পর্যন্ত স্পেনে ৪.১ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেয়ার অভিযোগ ওঠে লিওনেল মেসি এবং তার বাবা জর্জ হোরাসিওর বিপক্ষে। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করেন তারা। এ অভিযোগে গেলো জুলাইয়ে মেসিকে ২১ মাস এবং হোরাসিওকে ১৫ মাস স্থগিত কারাদণ্ড দেন স্প্যানিশ আদালত। একই সঙ্গে তাদের জরিমানাও করা হয়। অবশ্য ওই সময়ই সেই জরিমানা পরিশোধ করে দেন তারা। এবার তাদের যে জরিমানা গুণতে হবে তা হচ্ছে জেল খাটার বিকল্প হিসেবে। স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বাবা-ছেলে উভয়ই জরিমানা পরিশোধের মাধ্যমে জেল খাটা থেকে মুক্তি পাচ্ছেন। তবে আর্থিক জরিমানাটাও নেহাত কম নয়। মেসিকে এখন জরিমানা হিসেবে গুণতে হবে ২ লাখ ৫২ হাজার ইউরো। আর ওয়ান্ডারম্যানের বাবাকে দিতে হবে ১ লাখ ৮০ হাজার ইউরো। স্পেনের আইনে এ প্রথম কেউ জরিমানা গুনে জেল খাটা থেকে মুক্তি পাচ্ছেন। এ নিয়ে চারদিকে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। অনেকে বলছেন, ক্রিশ্চিয়ানো রোনালদো বাঁচাতে এ পথে হেঁটেছে স্পেনের আদালত। সম্প্রতি কর ফাঁকির খবরে বাড়তি মাত্রা যোগ করেছেন সিআরসেভেন। তার বিরুদ্ধেও উঠেছে একই অভিযোগ। এআর/১৭:৪৫/০৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2u2Nffu
July 08, 2017 at 11:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top