নয়া দিল্লী, ১০ জুলাই- সাম্প্রতিক সমস্যার জেরে যদি হঠাৎ করেই কোহলিকে সরিয়ে দেওয়া হয় নেতৃত্ব থেকে, এই দুজনের মধ্যে একজনই হবেন অধিনায়ক। চ্যাম্পিয়ন্স ট্রফির হারের ক্ষতে সামান্য প্রলেপ পড়েছে ভারতীয় দলের। ৩-১ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ জেতায় কিছুটা স্বস্তি মিলেছে কোহলি অ্যান্ড কোংয়ের। এই সিরিজের পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল অন্যত্র। ভারতীয় দলের নতুন কোচ কে হবেন তা নিয়ে। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ঝামেলার জেরে কদিন আগেই কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন অনিল কুম্বলে। আপাতত এই নিয়েই সরগরম ভারতীয় ক্রিকেট। তবে কুম্বলের মতো নির্বিবাদী মানুষ পদত্যাগ করায় আপামর ক্রিকেট জনতার সহানুভূতি এখন তাঁকে ঘিরেই। তাঁর কোচিংয়ে ভারত টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বরে পৌঁছেছে। সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও উঠেছে দল। তা সত্ত্বেও বিতর্কের মাঝে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন তিনি। কুম্বলের কোচের পদ ছেড়ে দেওয়ার পিছনে অধিনায়ক বিরাট কোহলি যে অনেকটাই দায়ী তা পরিষ্কার। মাঝে তিনি হুমকিও দিয়ে রেখেছিলেন, কুম্বলে না সরলে তিনি নিজেই সরে যাবেন। কোচ ইস্যুতে যদিও বিরাট কোহলিকে বোর্ডের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ক্রিকেটে মনোনিবেশ করতে। বোর্ডের তরফে বলা হয়েছে, কোচ নির্বাচনে বিরাটের মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু অধিনায়ক হিসাবে দলকে কীভাবে আরও সাফল্য এনে দেওয়া যায়, সেদিকেও তাঁকে মন দিতে হবে। কিন্তু কোচ বিতর্কের জেরে যদি হঠাৎ করেই সরে দাঁড়াতে হয় কোহলিকে, কে হতে পারেন পরবর্তী নেতা। দেখা যাক অজিঙ্ক রাহানে জাতীয় দলের জিঙ্কস ভারতের টেস্ট দলের অন্যতম প্রধান মুখ। তবে সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকলেও, অধিকাংশ ম্যাচেই প্রথম একাদশে রাখা হয়নি তাঁকে। তাঁকে না খেলানোটা যে কত বড় ভুল ছিল, তা তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে সুযোগ পেয়েই বুঝিয়ে দিয়েছেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একটি শতরান ও তিনটি অর্ধশতরানের ইনিংস খেলেছেন তিনি। তা ছাড়া এর আগে কোহলির অনুপস্থিতিতে দলের নেতৃত্বভার দারুণভাবে সামলেছিলেন রাহানে। তাঁর নেতৃত্বেই জিতেছিল দল। রাহানের অধিনায়কত্বের প্রশংসিতও হয় । একদিনের ক্রিকেটে বিরাটের বদলে তাঁকে অধিনায়ক হিসাবে ভেবে দেখা যেতেই পারে। রোহিত শর্মা রাহানে বাদে একদিনের দলে বিরাটের পরিবর্তে যদি অন্য কাউকে অধিনায়ক বাছাই করা হয়, তাহলে এই দায়িত্ব সামলাতে পারেন রোহিত শর্মাও। তিনি দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। চোট সারিয়ে প্রায় ছমাস পরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে ঢুকেই দুরন্ত ব্যাটিং করেছিলেন রোহিত। আইপিএলে রোহিতের অধিনায়কত্বেই তিনবার ট্রফি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। আর/১২:১৪/১০ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2u0Syvb
July 10, 2017 at 06:45AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন