মদন তামাং হত্যা মামলায় আজ কলকাতা হাইকোর্টে হাজিরা দেবেন না বিমল-রোশন

কলকাতা, ২৪ জুলাইঃ মদন তামাং হত্যা মামলায় সোমবার কলকাতার ব্যাংকশাল কোর্টে সিবিআই আদালতে হাজির হওয়ার কথা বিমল গুরুং, রোশন গিরি সহ একাধিক মোর্চা নেতার। তবে, মোর্চা ও জাপ সূত্রেই জানা গিয়েছে, হরকা বাহাদুর ছেত্রি, প্রদীপ প্রধান ও রবিন সুবা ছাড়া আর কোনও নেতা আজ আদালতে হাজির হচ্ছেন না। এছাড়া মদন তামাংয়ের স্ত্রী ভারতী তামাং মামলার বিচারক পরিবর্তনের জন্য সুপ্রিং কোর্টে যে আবেদন করেছিলেন তারও এখনও কোনো শুনানি হয়নি। তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি নিশীথা মাত্রে এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ গত ১৯ জুলাই নির্দেশ দেন, ২৪ জুলাই বিচারপতি কুন্দনকুমার কুমাইয়ের এজলাসে ওই মামলায় চার্জশিটে নাম থাকা নেতাদের হাজির করার জন্য। কিন্তু ভারতীদেবীর করা আবেদনের শুনানি না হওয়ায় কলকাতা হাইকোর্টে মামলার শুনানির দিন ফের পিছতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে দার্জিলিংয়ে বিমল গুরুং, রোশন গিরিদের না পেয়ে রবিবার তাঁদের বাড়ির সামনে সোমবার কলকাতা হাইকোর্টে হাজির হওয়ার জন্য নোটিস ঝুলিয়ে দিয়ে এসেছে সিবিআই।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uOvelh

July 24, 2017 at 10:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top