রাজ্যপালের আমাকে হুমকি দিয়েছেন, মন্তব্য মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৪ জুলাইঃ রাজ্যপালের সঙ্গে সরাসরি সংঘাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যপালের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘রাজ্যপাল বিজেপি-র সুরে কথা বলছেন। তাঁর কথায় তিনি অপমানিত হয়েছেন। রাজ্যপাল কোনভাবেই এমন অপমানজনক মন্তব্য করতে পারেন না। আমি রাজ্যপালের দয়ায় ক্ষমতায় আসিনি। জনগনের ইচ্ছায় ক্ষমতায় এসেছি। তিনি চূড়ান্ত অপমান করেছেন আমায়। আমি পদ ছেড়ে দেওয়ারও কথা ভেবেছিলাম।’

এদিন তিনি আরও বলেন, ‘আমি সাম্প্রদায়িকতা করি না। আমার কাছে সকলই সমান।’

মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যপাল ফোন করে হুমকি দিয়েছেন। তিনি আমার সঙ্গে এমন করতে পারেন না। গোরক্ষা নিয়ে হামলা করছে বিজেপি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে। টাকার বিনিময়ে হিংসা ছড়াচ্ছেন কিছু নেতা।

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘাতের ঘটনার জেরে কেন্দ্র সেখানে ৩০০ আধা সেনা পাঠাবার সিদ্ধান্ত নিয়েছে। এদিন বিকেলে রাজ্যপাল বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে ফোন করেন। তারপরই সাংবাদিক সম্মেলন করে রাজ্যপালের বিরুদ্ধে নজিরবিহীনভাবে তাঁর ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tcTXOn

July 04, 2017 at 06:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top