উপরাষ্ট্রপতির পদে বিরোধী প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধি

নয়াদিল্লি, ১১ জুলাইঃ বিরোধীদের সম্মতিতে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি। উপরাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনের সিদ্ধান্ত নিতে আজ এক বৈঠকে বসেছিলেন বিরোধী দলগুলি। সেখানেই মোট ১৮টি বিরোধী দল সর্বসম্মতভাবে গোপালকৃষ্ণ গান্ধিকে প্রার্থী হিসেবে বেছে নেয়।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি, সিপিএম-এর সীতারাম ইয়েচুরি, তৃণমূলের ডেরেক ও ব্রায়ন, ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা, সপা-র নরেশ আগরওয়াল ও বিজেপি-র সতীশ চন্দ্র মিশ্র প্রমুখ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট মারফত গোপালকৃষ্ণ গান্ধিকে অভিনন্দন জানিয়েছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2t0lft7

July 11, 2017 at 10:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top