কুয়ালালামপুর, ২২ জুলাই- জনপ্রিয় গান ডেসপাসিতো-র উত্তেজক কথা নিয়ে অভিযোগ পাবার পর মালয়েশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে গানটির সম্প্রচার নিষিদ্ধ করেছে।খবর বিবিসির। দেশটির একজন জ্যেষ্ঠ মন্ত্রী বলেছেন, গানটি তারা অনৈসলামিক হিসেবে বিবেচনা করছেন। মালয়েশিয়ার সেন্সরশিপ আইন খুবই কড়া এবং এর আগেও তারা স্পর্শকাতর বিভিন্ন অডিও-ভিডিও নিষিদ্ধ করেছে। পুয়ের্তো রিকোর গায়ক লুইস ফনসির গাওয়া ডেসপাসিতো গানটি কিছুদিন আগেই অনলাইনে সবচেয়ে বেশি শোনা গান হিসেবে স্বীকৃতি পেয়েছিল। মাত্র ৬ মাসের মধ্যে ৪৬০ কোটি বার শোনা হয়েছে সেই গান। মানুষের অভিযোগের কারণে সরকারি মালিকানাধীন সম্প্রচারকেন্দ্র থেকে ডেসপাসিতো বাজানো হবে না- সংবাদ সংস্থা এএফপিকে বলেন মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রী সালেহ সাঈদ। গানের কথাগুলো শোনার জন্য উপযুক্ত নয়- তিনি বলেন। এর মধ্যে বেসরকারি রেডিও স্টেশনগুলোকেও সেলফ-সেন্সরশিপ করতে উদ্বুদ্ধ- করা হচ্ছে বলে তিনি জানান। মালয়েশিয়ার বিরোধী ইসলামিক দল, পার্টি আমানাহ নেগারা এর আগে স্প্যানিশ এই গানটির যৌন আবেদনময় বিষয়বস্তুর কারণে সরকারের প্রতি গানটি সেন্সর করার আহ্বান জানায়। দলটির নারী উইংয়ের প্রধান আর্তিজা উমর ঐ সংগীতকে পর্নো হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন যে গানটি শিশুদের জন্য উপযুক্ত নয়। আর/১৭:১৪/২২ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vuVWwN
July 22, 2017 at 11:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top