ঢাকা, ২২ জুলাই- চলচ্চিত্রে নিষিদ্ধ নয়, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে চিত্রনায়ক শাকিব খানকে সতর্ক বার্তা পাঠানো হয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, গতকাল শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন অফিস সহকারিকে দিয়ে শাকিব খানের বাসার ঠিকানায় এই সতর্ক বার্তা পাঠানো হয়েছে। জায়েদ খানের মতে, চলচ্চিত্রের অনেক জ্যেষ্ঠ শিল্পীর ব্যাপারে তিনি অসম্মানজনক মন্তব্য করেছেন। তা মোটেও একজন শিল্পীর আচরণ হতে পারে না। জায়েদ খান আরও বলেন, চলচ্চিত্র পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে (শাকিব খান) চলচ্চিত্র সংক্রান্ত সব ধরণের নেতিবাচক কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টিও চিঠিতে তুলে ধরা হয়েছে। তা নাহলে শাকিব খানের সদস্যপদ বাতিল করা হবে। চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক সম্প্রতি বলেন, দেশীয় চলচ্চিত্রের ১৮টি সংগঠনের কেউ তার (শাকিব খান) সঙ্গে কাজ করবে না। আর/১০:১৪/২২ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tpGXmm
July 23, 2017 at 04:57AM
22 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top