ইসলামাবাদ, ০৭ জুলাই- পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরে পেশোয়ার জালমির হয়ে খেলেছিলেন মোহাম্মদ হাফিজ। তবে এবার নতুন দল মুলতান সুলতানসে অধিনায়কের ভূমিকায় দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে। পাকিস্তান সুপার লিগের তৃতীয় আসরে নতুন দল হিসেবে অংশ নিচ্ছে মুলতান সুলতানসে। আর ওই দলে হাফিজের ডেপুটি হিসেবে দেখা যাবে শ্রীলঙ্কান কিংবদন্তি ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। এছাড়া মুলতান সুলতানস দলটির কোচ হিসেবে মাইলেক ক্লার্কের নাম বেশ জোরে শোরোই শোনা যাচ্ছে। পাকিস্তান সুপার লিগের শুরুতে মুলতান সুলতানসের অধিনায়ক হিসেবে শোয়েব মালিকের নাম আসলেও তিনি তা অস্বীকার করেছেন। প্রসঙ্গত, গতবার পাকিস্তান সুপার লিগের ফাইনাল ম্যাচটি লাহোরে অনুষ্ঠিত হয়েছে। আগামী মৌসুমে পাকিস্তানের মাটিতে পিএসএলের ম্যাচ সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছে টুর্নামেন্টের আয়োজক কমিটি। ঘরের মাঠে ক্রিকেট ফেরানো আর পিএসএলকে আর জমজমাট করে তুলতে বিভিন্ন উদ্যেগ নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sUBvqD
July 08, 2017 at 02:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top