কিংবদন্তি বাবার পথেই হাঁটছেন রোনালদোর বড় পুত্র। ব্রাজিলের অনূর্ধ্ব-১৮ দলে সুযোগ পেলেন ১৭ বছর বয়সী রোনাল্ড নাজারিও দি লিমা। পুত্রের এমন অর্জনে অভিনন্দন জানিয়েছেন কিংবদন্তি বাবা। ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো। দেশের হয়ে ৯৮ ম্যাচে করেছেন ৬২ গোল। ১৯৯৪ ও ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি। তার বড় পুত্রের জন্ম হয় ১৯৯৯ সালে। তখন তিনি খেলেন ইতালির ক্লাব ইন্টার মিলানে। রোনাল্ড নাজারিও মা মিলেনে ডোমিঙ্গেজ ব্রাজিলের নারী ফুটবল দলের সদস্য ছিলেন। তার বাবা-মা দুজনই ছিলেন জাতীয় দলের খেলোয়াড়। রোনাল্ড এখন রয়েছেন তার বাবা-মায়ের পথে। মাকাবিয়া গেমসের জন্য ব্রাজিল তাদের অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে। সেখানে রোনালদো-পুত্রের নাম রয়েছে। ওই দলে পুত্রের নাম দেখে রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেন। তারমধ্যে নিজ পুত্রের সঙ্গে তোলা একটি ছবি রয়েছে। নিচে লেখেন, এই হলো, বিশ্ব মাকাবিয়া দলে খেলার জন্য ব্রাজিল দল। অনূর্ধ্ব-১৮ দলে সুযোগ পাওয়ায় আমার পুত্র রোনাল্ড লিমার জন্য স্পেশাল আলিঙ্গন। তোমাদের জন্য শুভকামনা। ব্রাজিলের জন্য এগিয়ে যাও। এআর/২০:৫৮/০৮ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tAVblh
July 09, 2017 at 02:56AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন