উ. কোরিয়ার লাগাম টেনে ধরতে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র-জাপান

Captureইউরোপ ::

উত্তর কোরিয়ার ‘ক্রমবর্ধমান হুমকির’ লাগাম টেনে ধরার প্রচেষ্টায় ঐক্যবদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্র ও জাপান।

রোববার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, টেলিফোনে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে আবারো নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্র ও জাপান জোট উত্তর কোরিয়ার যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত।

খবর এএফপি’র।

এদিকে পিয়ংইয়ং তাদের পরমাণু কর্মসূচি এবং যুদ্ধ সংক্রান্ত অন্যান্য প্রচেষ্টা জোরদার করেছে।

বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়, উত্তর কোরিয়ার শাসককে এ ধরণের চরম ঝুঁকিপূর্ণ পথ থেকে সরে আসতে বাধ্য করার বিষয়ে ঐক্যবদ্ধভাবে চাপ বাড়ানোর অঙ্গীকার করা হয়েছে।

হোয়াইট হাউস জানায়, এছাড়া ট্রাম্প টেলিফোনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলার সময়ও উত্তর কোরিয়ার পারমানবিক ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের ক্রমবর্ধমান হুমকির বিষয় তুলে ধরেন।

এ সময় উভয় নেতা উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র মুক্ত করার ব্যাপারে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তবে হোয়াইট হাউস দক্ষিণ চীন সাগরে বিতর্কিত দ্বীপপুঞ্জ নিয়ে ট্রাম্প ও শি’র মধ্যে সম্ভাব্য আলোচনার ব্যাপারে কিছু উল্লেখ করেনি।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2t9VfKg

July 03, 2017 at 09:09PM
03 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top