কলকাতা, ৩১ জুলাই- রাজ্যের মধ্যে প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি মেডিক্যাল কলেজ নির্মাণ করছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার৷ রাজ্যের বেলুড় স্টেট জেনারেল হাসপাতালের অবকাঠামো উন্নয়ন করে সেখানেই যোগ ও ন্যাচারোপ্যাথি কোর্স চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ হাসপাতালের অব্যবহৃত নতুন ভবনেই শুরু হবে এই যোগ ও ন্যাচারোপ্যাথি মেডিক্যাল কলেজ। সেখানে দুইটি ঘরে ৫০ জন ছাত্রছাত্রীর পড়াশোনার পাশাপাশি, ২৫ শয্যার হাসপাতাল থাকবে। এ ছাড়াও মেডিটেশন হল, যোগ অনুশীলনের ঘরেরও ব্যবস্থা থাকছে। রাজ্যের যোগ ও ন্যাচারোপ্যাথি কাউন্সিলের চেয়ারম্যান তুষার শীল জানান, সাড়ে চার বছরের কোর্স শেষে ব্যাচেলর অব ন্যাচারোপ্যাথি অ্যান্ড যোগ সায়েন্সেসের ডিগ্রি দেয়া হবে। জীববিদ্যা নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করলে এই কোর্সে ভর্তি হওয়া যাবে। আর/১২:১৪/৩১ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uan7ex
July 31, 2017 at 06:52AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন