ঢাকা, ২২ জুলাই- রংপুর রাইডার্স টেনে নিয়েছে নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজাকে। শুধু টেনে নেয়াই নয়, দলের নেতৃত্বভারও মাশরাফির ঘাড়ে তুলে দিয়েছে রংপুর রাইডার্স। গতকাল শুক্রবার সন্ধ্যায় মাশরাফির সঙ্গে এ বিষয়ে যাবতীয় আনুষ্ঠানিকতা সেরে ফেলেছে রংপুর। এই খবরটি মাশরাফি ভক্তদের জন্য সুখবর হলেও একটা দুঃসংবাদও রয়েছে- বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আশঙ্কা করা হচ্ছে, চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। ১০ জুলাই শুরু হয়েছে টাইগারদের ফিটনেস ক্যাম্প। শুরু থেকেই দলের সঙ্গে যোগ দিলেও, জ্বরের কারণে মঙ্গলবার ক্যাম্পের মাঝেই মিরপুরের বাসায় ফিরে যান মাশরাফি। জ্বর কিছুটা কমে যাওয়ায়, শোনা যাচ্ছিলো তেমন কোনো উদ্বেগের কারণ নেই। কিন্তু, হঠাৎই আবার অসুস্থ হলেন নড়াইল এক্সপ্রেস। জ্বরের সঙ্গে গায়ে কিছুটা ব্যথাও আছে তার। তাই মাশরাফির চিকুনগুনিয়ার আশঙ্কাও করা হচ্ছে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gSifsQ
July 22, 2017 at 07:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top