অনন্তনাগে জঙ্গি হামলা, হত ৭ তীর্থযাত্রী

শ্রীনগর, ১০ জুলাইঃ জঙ্গি হামলায় মৃত্যু হল ৭ জন অমরনাথ তীর্থযাত্রীর। আহত হয়েছেন আরও ১৫ জন। সোমবার রাত ৮টা ২০ নাগাদ ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের অনন্তনাগের বান্তেগাঁও এলাকায়। সেখানে পুলিশের উপরও হামলা চালায় জঙ্গিরা। যার জেরে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, এদিন গুজরাট থেকে একটি তীর্থযাত্রীবাহি বাস অমরনাথের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় বালতালের কাছে হঠাত্ই ওই বাসটিকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এই ঘটনার পরই অমরনাথ যাত্রার পর গোটা রাস্তা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। বালতাল থেকে প্রতিটি গাড়িতে চলছে তল্লাশি।

সিআরপিএফ সূত্রে জানা গিয়েছে, বাসটি মূল যাত্রী দলের সঙ্গে ছিল না। অমরনাথ বোর্ডের কাছে সেটির নতিভুক্ত করা ছিল না। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছেন, ‘ঘটনার নিন্দা করার ভাষা নেই।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tAoXrI

July 10, 2017 at 10:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top