মধ্যমগ্রাম, ১৪ জুলাইঃ বাড়িতে সিবিআই হানার খবর গুজব বলে উড়িয়ে দিলেন নারদা কাণ্ডের অন্যতম অভিযুক্ত তথা বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
আজ সকাল থেকেই কাকলি ঘোষ দস্তিদারের মধ্যমগ্রামের বাড়িতে সিবিআই হানার খবর ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, তৃণমূল সাংসদের কাছে জানতে চাওয়া হয়েছিল, ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে তিনি কেন টাকা নিয়েছিলেন? নারদা নিউজের সিইও-র সঙ্গে কে আলাপ করিয়ে দেন তাকে? টাকা নেওয়ার সময় আর কেউ ছিলেন কিনা?
এদিকে সিবিআই সূত্রের খবর, ফোনে না পেয়ে বুধবার রাতে ইমেল মারফত একটি নোটিস পাঠানো হয় কাকলিকে। তিনি নিজাম প্যালেসে উপস্থিত হতে পারবেন না বলে জবাব দেন এবং সিবিআইকে বলেন তাঁর বাড়িতে আসতে। এদিন এক মহিলা ও দুই পুরুষ সিবিআই অফিসার কাকলির বাড়িতে যায় বলে খবর। কিন্তু নোটিস পাওয়ার কথা স্বীকার করলেও সিবিআই-এর বাড়িতে আসার কথা অস্বীকার করেছেন কাকলি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2urmIsF
July 14, 2017 at 10:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন