ওয়েব ডেস্ক, ২৬ জুলাইঃ উত্তরবঙ্গের সমতলে কোথাও সেভাবে ভারী বৃষ্টি না হলেও পাহাড়ে ভারী বৃষ্টি হওয়ায় জলস্তর বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি নদীতে। তিস্তা ব্যারেজ থেকে এখনও পর্যন্ত ১২৬৫ কিউমেক জল ছাড়া হয়েছে। তবে, কোনও এলাকা প্লাবিত হওয়ার খবর নেই। কোনও নদীতে সতর্কতা জারি হয়নি।
এদিকে ডিভিসি জল ছাড়ায় দক্ষিণবঙ্গে বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন। পরিস্থিতির অবনতি হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের। কান্দির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। খানাকুলের পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। বাঁধ ভেঙে নতুন করে জল ঢুকেছে আরামবাগের বিস্তীর্ণ এলাকায়। সবচেয়ে বিপজ্জনক চেহারা নিচ্ছে ময়ূরাক্ষী। বিভিন্ন নদীর জল চাপে বেশ কয়েকটি জায়গায় বাঁধে ভেঙেছে। তবে পরিস্থিতির উন্নতি হয়েছে বাঁকুড়াসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বাঁকুড়ার ভাসাপুলগুলি থেকে জল নেমে গিয়েছে। শুধু বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে রতনপুরের কাছে পুল ভেঙে যাওয়ায় যান চলাচল বন্ধ আছে।
ছবিঃ বুধবার সকালে ভরা তিস্তা। জলপাইগুড়ির কাছে সৌরভ দেবের ক্যামেরায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tBTWkW
July 26, 2017 at 10:50AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন