এই প্রথম আমি বাংলাদেশের মাটিতে পা রাখলাম। বিশ্বাস করুন, আমি যখন এদেশে ল্যান্ড করলাম একবারও মনে হয়নি আমি ভারতের বাইরে এসেছি। আমার মনে হচ্ছে আমি বাংলাতেই আছি। আজকে এখানে উপস্থিত হতে পেরে এবং কলকাতা থেকে আমার ব্যান্ড আসতে পেরেছে বলে আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। কথাগুলো বলেছেন ভারতের জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি। শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন তিনি। শর্মীলা ঠাকুর-জিৎ গাঙ্গুলী লাইভ ইন ঢাকা শিরোনামের একটি কনসার্টের জন্য এই সংবাদ সম্মেলন করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিৎ গাঙ্গুলী আরো বলেন, সঙ্গীতের কোনো ভাষা হয় না। সেটা আমি বাংলা করি বা হিন্দি করি। আমার কাছে কাজটাই প্রধান, ভাষাটা প্রধান না। আমি যে ভাষায়ই কাজ করি, সেটাকে ভালোভাবে করার চেষ্টা করি। নিজেকে একজন গায়ক নাকি সঙ্গীত পরিচালক ভাবতে ভালো লাগে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জিৎ গাঙ্গুলী বলেন, মিউজিক সৃষ্টি করার যে আনন্দ বা অনুভূতি, সেটা অন্য কিছুতে পাওয়া যাবে না। তাই সঙ্গীত পরিচালক হিসেবেই আমি নিজেকে পরিচয় দিতে ভালোবাসি। তবে হ্যাঁ, আমি ছোট বেলা থেকেই গান গাই। অনেক ছবিতে প্লেব্যাক করেছি। কিন্তু দিনশেষে নিজেকে সঙ্গীত পরিচালক ভাবতেই ভালো লাগে। এটিএন বাংলা ও চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জিৎ গাঙ্গুলী ছাড়াও উপস্থিত ছিলেন চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্টের সিইও অনন্যা রুমা, এটিএন বাংলা ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তরা। শারীরিক দুর্বলতার জন্য সংবাদ সম্মেলনে আসতে পারেননি শর্মিলা ঠাকুর। চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্টের সিইও অনন্যা রুমা বলেন, আমরা চেষ্টা করছি একটি জমকালো আয়োজন উপহার দিতে। সেই হিসেবে প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি আগত দর্শক-শ্রোতাদের পছন্দসই একটি অনুষ্ঠান হতে চলেছে এই কনসার্ট। আগামীকাল (১৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের গুলনকশা হলে অনুষ্ঠিত হবে কনসার্টটি। এতে গান পরিবেশন করবেন জিৎ গাঙ্গুলী, সারেগামাপা খ্যাত দোয়েল গোস্বামী। এছাড়া বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর অভিনীত কিছু গানের পারফর্মেন্সে অংশ নেবেন বাংলাদেশের তারকা তারিন, নিপুণ, চাঁদনী ও নাদিয়া। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নাবিলা, দেবাশীষ বিশ্বাস ও সিঁথি সাহা।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tUlhje
July 15, 2017 at 08:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top