নিজস্ব সংবাদদাতা::
হবিগঞ্জের বাহুবল উপজেলার বশিনায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১০ জুলাই) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোজাম্মল হক (২৫) বলে জানিয়েছে পুলিশ। নিহত যুবকের বাড়ী সিলেটের শাহপরান এলাকায়। তিনি সেমকো কোম্পানিতে রিপ্রেজেনটিটিভ হিসাবে হবিগঞ্জে কর্মরত ছিলেন। সকালে কোম্পানির কাজে ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাহুবল যাচ্ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এস এম রাজু আহমেদ সকালে বিবিয়ানা গ্যাস ফিল্ডে একটি প্রোগ্রামে যাচ্ছিলেন। পথে বশিনা নামকস্থানে মোটরসাইকেলটি আরএফএল কোম্পানির গাড়ীর সঙ্গে ধাক্কা লেগে পুলিশের পিকআপে পড়লে এতে মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হন। তাকে সঙ্গে সঙ্গে পুলিশ গাড়ী করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে স্থানীয়দের অভিযোগ- অন্য গাড়ীর সঙ্গে নয়, পুলিশের গাড়ীর সঙ্গে ধাক্কা লেগে যুবক নিহত হন। এই ঘটনার জেরে স্থানীয় জনতা দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে রাখে। ফলে মহাসড়কের উভয় পাশে শত শত যান বাহন আটকা পড়ে।
ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন, স্থানীয় ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, শ্রমিক নেতা আসকর আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত দিলে পরিস্থিতি শান্ত হয়।
পরে সকাল ১১টায় মহাসড়কে যান চলাচল শুরু হয়।
হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান নিহতের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন-উত্তেজিত জনতা মহাসড়ক বন্ধ করে রাখলে পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান উত্তেজিত জনতা শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2uIN1Hu
July 10, 2017 at 08:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন